expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

দাঙ্গা প্রতিহতের প্রস্তুতি নিন!!!

সাধুরা সাবধান!! দাঙ্গা প্রতিহতের প্রস্তুতি নিন।

এদেশে কেনো প্রকার ধর্মীয় দাঙ্গা একজন মুসলমানও চায় না, আওয়ামিলীগ ছাড়া, এমনকি বেশীর ভাগ হিন্দুও চায় না কোনো প্রকার দাঙ্গা। মুসলমানরা দাঙ্গা না চাওয়ার প্রমান এ্যাডভোকেট আলিফ হত্যার পর মুসলমানদের ধৈর্য্য ধারন, পূজায় মাদরাসা ছাত্রদের মন্দির পাহারা। 

এদেশে দাঙ্গা চায় পরাজিত শক্তি। জুলাই বিপ্লবের পর পরাজিত ও পলাতক স্বৈরাচার বাংলাদেশে প্রত্যাবর্তনের একমার উপায় হলো হিন্দু-মুসলিম দাঙ্গা আর এর মূল এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব এখন ইসকনের। 

ইসকনের ব্যানারে এবার লক্ষ লক্ষ আওয়ামীলীগার মাঠে নামবে, তারপর হিন্দু সেজে মুসলমানদের ঘর বাড়ি মসজিদ- মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনায় হামলা ভাংচুর চালাবে এবং এর দায় আসবে সাধারণ নিরীহ সনাতনীদের উপর। এর জবাবে কিছু মুসলমানও মাঠে নামবে, তারাও ভুলে উগ্রপন্থা অবলম্বন করে তবে সাধারন নিরীহ সনাতনীরা মারা পরবে। মাঝখান দিয়ে বেঁচে যাবে ইসকন আর ভারতে দাঙ্গা ছড়িয়ে বিজেপি ও আরএসএস কচুকাটা করবে সাধারন মুসলমানদেরকে। ভারতীয় বাহিনী আসবে সনাতনী রক্ষার কবচ নিয়ে বাংলাদেশে, দখল করবে বাংলাদেশ, ক্ষমতায় বসাবে আওয়ামীলীগ। পূর্নতা পাবে অখন্ড ভারত মাতার স্বপ্ন।



1 টি মন্তব্য:

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...