"নযদি সম্প্রদায় তথা কথিত আহলে হাদিস ও সালাফিরা আমার প্রশ্ন গুলোর উত্তর জনসম্মুখে দিতে পারলে আজই কথিত আহলে হাদিস সম্প্রদায়ে যোগ হব, না পারলে ধরে নিব আপনারা বাতিল"
১। সহীহ বোখারী সংকলিত হয়েছিল হযরত মুহাম্মদ (সাঃ) এর ওফাতের প্রায় ২ শত বছর পর, ঐ ২ শত বছর আপনাদের সহীহ আকিদার লোকেরা কোন গ্রন্থটি পড়ে আকিদা অর্জন করত? না কি ঐ সময়ের সাহাবাকেরাম ও তাবেঈগন বিদা'তী ছিলো আর শুধু নযদি কা*জ্জা*বই দুনিয়ার একমাত্র সহীহ আকিদার লোক?
২। আপনারা যেই নযদি কা*জ্জা*বকে ফলো করেন সে যদি মুসলমান হয়েই থাকে তাইলে কেনো ব্রিটিশদের নিকট চুক্তি করে ফিলিস্তিনকে ইসরায়েলের নিকট বিক্রি করে সৌদি সরকারকে ক্ষমতায় বসাল?অথচ আল্লাহ নিষেধ করেছেন যে তেমারা মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের বন্ধু রুপে গ্রহন করো না।[প্রমান এই লিংকেঃwww.facebook.com/100083124403970/posts/149412087839604/?app=fbl]
৩। সৌদ পরিবারে আব্দুল ওহাব নযদি কা*জ্জা*ব নিজের মেয়ে বিয়ে দিয়ে এমন কোন রক্ত ধারা প্রবাহিত করে গেল যেই রক্তের সন্তানরা মদ,জুয়া, নারী ব্যবসা ও পর্নো ব্যবসায় জাড়িত হয়ে পড়লো এবং ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রুপে গ্রহন করলো?
৪। আপনারা কথায় কথায় সৌদি আরবের শায়েখদের রেফারেন্স দেন, আচ্ছা সৌদি রাজ পরিবার যে অপকর্ম গুলো করছে সে অপকর্ম গুলোর প্রতিবাদ করে না কেনো ঐসকল শায়েখরা? তাইলে কি সৌদি আলেমরা হক্ব পথে নাই? মক্কার ইমাম কি করে?
৫।আপনাদের অনেক শায়েখদের একেক জন শায়েখ অন্য শায়েখদের বলে সরাসরি ভ্রান্ত, তাইলে সঠিক শায়েখটা কে?
৬। আপনারা সহীহ আকিদার নামে একদিকে সিহা সিত্তা মেনে চলার কথা বলেন আবার অন্য দিকে অন্ধ ভাবে শায়েখদের কথাও রেফারেন্স দেন, তাইলে সহীহ আকিদার মানদন্ড কোনটি? সহীহ হাদিস না সহীহ শায়েখ?
৭। আপনারা নিজেদের আহলে হাদিস দাবী করেন, কিন্তু এই আহলে হাদিস নামটা ব্রিটিশ রানীর নিকট হতে ১৮৮২সালে দরখাস্ত করে ধারন করতে হল কেনো?[প্রমান লিংকে-https://m.facebook.com/story.php?story_fbid=146747718106041&id=100083124403970&mibextid=Nif5oz]
৮। বাংলাদেশেই কথিত আহলে হাদিসের ১৯টি দল বিদ্যমান, তাইলে কোন দলটি সুপথ প্রাপ্ত? আপনাদের আকিদা সহীহ হলে এদ দলাদলি কেনো?
৯। আপনারা যে বোখারী শরীফ বঙ্গানুবাদ করেছেন তাতে ৪০০ এর উপর দালিলিক আরবি মৌলিক শব্দ আছে যার হুবহু কোন বাংলা নাই, তাইলে আপদের এই শব্দের অর্থ গুলো আপনাদের পাঠকরা কোথায় হতে শিখবে?
১০। আপনারা বলেন নারী-পুরুষের নামাজ ১০০% একই রকম, তাইলে মেয়েদের নামাজে কিরাত জোড়ে পড়ে না কেনো পুরুষের মত?[প্রমান দেখুনঃadarshanari.com/ibadaat/namaz/8209/]
ডা.বশির আহাম্মদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ