expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

মিয়ারে হক্ব এর আবিষ্কারক সকল দেওবন্ধী-কওমী আলেমদের প্রতি কিছু প্রশ্ন

 "মিয়ারে হক্ব এর আবিষ্কারক সকল দেওবন্ধী-কওমী আলেমদের প্রতি কিছু প্রশ্ন"




 উম্মাহর বিবেকবান আহলে ইলিম ওলামা মাশায়েখদের খেদমতে আমার পক্ষ থেকে আপনাদের বিবেকের আদালতে কিছু প্রশ্ন, পারলে দুনিয়ার কোন দেওবন্ধী ও কওমে লূতের অভিশপ্ত কওমী প্রেতাত্মারা উত্তর গুলো দিয়ে বাধিত করবেন।


১। হযরত মাওলানা নুরুল ইসলাম অলীপুরী সাহেব লিখেছেন রাসুল (সাঃ) বহু বিবাহ করেছিলেন এটা উম্মাহর জন্য অনুসরণীয় নয় তাই রাসূল কে সত্যের মাপকাঠি মানা যায় না? (নুরে মদীনা পৃষৃঠা- ৮৫)।


২। আলী হাসান ওসামা বলেছেন নবীকে বিনা যাছাই বাছাই করে মানা যায়না তাই নবী (সাঃ) সত্যের  মাপকাঠি নয়, এটাও মানতে হবে?


৩। শায়খুল হাদীস হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন বর্তমান জামানার মিয়ারে হক্ব বা সত্যের মাপকাঠি দেওবন্দ ও দেবন্দী ওলামায়ে কেরাম।এটাও মন্য করব?

তার মানে - অলীপুরী,উসামা,ফরিদ উদ্দিন মাসুদ এর দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ বিতর্কিত তাই আউট(নাউজুবিল্লাহ)? 

৪।সত্যের মাপকাঠি দেওবন্দ আর দেওবন্দিগন? তাহলে উসামা আবরাররা কার জন্য বাহাহ বাস জিকির করেন?
তাদের ঈমান আছে না গেছে?

৫।আমরা কি এমন দেওবন্ধী আলেমদের মিয়ারে হক্ব মানব যারা মুসলমানদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্রের বিরোধিতা করে হিন্দুত্ববাদি কংগ্রেসের মাধ্যমে মহাত্মা গান্ধীর পা চেটে যাচ্ছে?

৬। এমন দেওবন্ধী আলেমদের মিয়ারে হক্ব মানব যারা মাদরাসায় অবুঝ ছেলে শিশু গুলাকে ব*লা*ৎ*কার করে?

৭। আমরা কি এমন দেওবন্ধীদের মিয়ারে হক্ব মানব, যে মাদরাসায় হিন্দু সোনিয়া গান্ধী বেপর্দা হয়ে বসে থাকে আর আলেমরা দোয়া অনুষ্ঠান করে?

৮। আমার কোন দেওবন্ধীদের মিয়ারে হক্ব মানবো? যাদের কারনে জুনাগর, আলীগড়, হায়দরাবাদ ও কাশ্মীরকে ভারত জোর পূর্বক দখল করে রেখেছে এবং এখনও রক্ত ঝড়াচ্ছে?

৯। দেওবন্ধীদের মিয়ারে হক্ব মানব যারা কিনা হিন্দু-মুসলিম এক জাতি তত্ত্বের মত কুফুরী আকীদার প্রবর্তক?

১০। এমন দেওবন্ধীদের মিয়ারে হক্ব মানব যাদের সারগপদরা হালুয়া রুটির লোভে শসপলা চত্তরের আলেমদের রক্তের সাথে বেঈমানী করেছে?

১১। আমরা কি এমন দেওবন্ধীদের মিয়ারে হক্ব মানব যাদের সমর্থিত কংগ্রেস ক্ষমতায় থাকা কালে বাবরীর মসজিদ প্রথম বার ভাঙ্গা হয়ে ছিলো?

বিশ্বের কোন দেওবন্ধী দালাল কিংবা এদেশে তাদের এজেন্ট কওমি আলেম পারলে দলিল-প্রমান সহ উত্তর দিবেন। আমি জানি সদুত্তর আপনাদের কাছে নাই।

লেখক: চিকিৎসক, জার্নালিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...