শেখ হাসিনা আইনত এখনও প্রধানমন্ত্রী?
মানব জাতির ইতিহাসে সবচেয়ে জঘন্য শাসক বিগত ১৪বছর ৭মাস যাবত বাংলাদেশের মানুষকে কঠিন শাসন ও নির্যাতন করেছে, এ যেন ফেরাউনকেও হার মানায়। তার পর ৫ আগষ্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনের তোপে পড়ে পদতয়াগ করে পালিয়ে যেতে বাধ্য হয়।পালিয়ে যাওয়ার পর আবার নতুন ডায়লগ দিচ্ছে শেখ হাসিনা নাকি পদত্যাগ করে নি, সে আইনত বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী। আসুন এই খুনী হাসিনার প্রধান মন্ত্রীত্বের বৈধতা নিয়ে আলোচনা করি।
হাসিনা বৈধ প্রধানমন্ত্রী দাবী করে যে যুক্তিগুলো ফ্যাসিস্টের সমর্থকরা দাঁড় করায় সে গুলো হলো:
১। সে পদত্যাগ করে নি।
২। সে পদত্যাগ করলে পদত্যাগ পত্র কোথায়?
৩।সে কার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছে?
হাসিনা যদি বৈধ প্রধানমন্ত্রী হোন তাইলে আমারও কিছু প্রশ্ন আছে:
১। ওনি বৈধ প্রধানমন্ত্রী হলে দেশ ছেড়ে পালালেন কেনো?
২। যদি ধরেই নেই তাকে ছাত্র জনতা বাধ্য করেছে দেশ ছাড়তে তাইলে যে দেশের জনগন তাকে পালিয়ে যেতে বাধ্য করেছ, সে দেশের জনগন তাকে আর চায় না এটাই সত্য, তো দেশের লোক তাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে যেহেতু চায় না সেহেতু তিনি কোন কারনে নিজেকে নির্লজ্জের মত প্রধানমন্ত্রী দাবী করেন?
৩।যে দিন পালিয়েছিলো এবং যখন পালিয়ে ছিলো তখন তো আর ছাত্র জনতা গনভবনে ছিলো না, তখন তার নিয়োগ করা প্রশাসনই ছিলো, তার প্রশাসন তাকে রক্ষা করলো না কেনো?
৪। উনি যদি দেশ ও দেশের জনগন এবং তার কর্মীদের ভালোই বাসতো তাইলে জেলে না গিয়ে স্বার্থপরের মত পালিয়ে গেলেো কেনো?
৫। উনি কোন সংসদের প্রধান মন্ত্রী? প্রথমত সংসদ বর্তমানে যেখানে বিলুপ্ত সেখানে ওনি কোন সংসদের রায়ে প্রধান্ত্রী?কে তাকে মানে?
৬। সংসদ যদি বৈধও হয়ে থাকে তাইলে ৯০ দিনের বেশী কেউ সংসদে অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্য পদ আর থাকে না। ৩০০ জন এমপি যেখানে চার মাস যাবত অনুপস্থিত ও পলাতক সেখানে সকলের সংসদ সদস্য পদ অটোমেটিক বাতিল, তাইলে তিনি কোন সংসদের রায়ে প্রধানমন্ত্রী?
৭। উনি যদি বৈধ প্রধানমন্ত্রী হয়েই থাকেন তাইলে পৃথিবীর কোন দেশ তাকে প্রধানমন্ত্রী হিসাবে গন্য করে তা দেখতে পারবে? এমন কি ভারত হতেও স্বীকৃতি আনতে পারবে?
দেশে থাকা লীগ কর্মীদের নিকট কিছু প্রশ্ন:
১। আপনারা কি জুলাই হত্যাকান্ডে হাসিনার সম্পৃক্ততা অস্বীকার করেন?
২। আপনারা কি এই ছাত্র জনতাকে হত্যা করেছে হাসিনা তা বৈধ মনে করেন?
৩।আপনারা কি মনে করেন খুনী হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে নি? তাইলে যে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীকে পুলিশের লোক ভিডিও দেখিয়ে বলে ছিলো একটা গুলি করলে ১০টা দাঁড়িয়ে যায়, পালায় না, এটাও অস্বীকার করবেন?
৪।আপনারা যে হাসিনার জন্য কাঁদেন সে হাসিনা পালিয়ে যাওয়ার সময় কি আপনাদের কথা ভেবে ছিলো?আপনারা এত বেহায়া ও নির্লজ্জ কেনো?
৫। আওয়ামিলীগ এর কর্মীরা নিজেকে ছাড়া সবাইকে মানুষ মনে করেন না কেনো? মানুষ মনে করলে এই ছাত্র জনতাকে হত্যার পরও আপনাদের দল অপরাধ স্বীকার না করে বিদেশে গিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে হাসিনা, আর তা আপনারা সমর্থন করছেন কেনো?
৬। যে হাসিনা আপনাদের এতিম করে পালিয়ে গেলো সে হাসিনার জন্য এখনও কাঁদেন, আপনাদের কি লজ্জা নাই?
৭। এত এত মানুষ হত্যার পরও খুনী হাসিনাকে আপনারা সমর্থন করেন আর এদেশের মানুষেরই প্রধান মন্ত্রী ভাবেন হাসিনাকে? আপনাদের কি নূন্যতম লজ্জা নাই?
৮। কিশোর কুমারের গাওয়া একটা গান মনে পড়ছে আপনাদের কথা ভেবে, " কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালি চরে......"। আমি বলি কতটা নিলজ্জ, বেহায়া আর নির্বোধ হলে মানুষ আওয়ামীলীগ এখনও সমর্থন করতে পারে?
৯। আপনারা দলের জন্য ধর্ম ত্যাগ করে কখনো ইসকন, কখনও হিন্দু সাজেন, লজ্জা করে না?
আমি অভাগা বলে দিলাম আওয়ামিলীগ আর কোনো দিন এদেশে দাঁড়াতে পারবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ