expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

কথিত আহলে হাদিস ও ইহুদিদের অন্তমিল

 "ইহুদি আর কথিত আহলে হাদস একই সুরে কথা বলে, এদেরকে মুসলমান মনে করা বোকামী"




আমি কথিত আহলে হাদিস শব্দটা যতবার বলি বা লিখি মডিফাইড খ্রিস্টান শব্দটা যুক্ত করি কিন্তু কেন এটা করি তা অনেকেই জানেন না।
আসলে আমি এটা বলার কারন এই কথিত আহলে হাদিসরা বৃটিশ গোয়েন্দা হামফেরীর তৈরী এবং তা তৈরী করেছে ই*হু*দি-খ্রিস্টানদের স্বার্থেই।

এই মডিফাইড  খ্রিস্টান আহলে হাদিসের পালক সৌদি প্রিন্স নিজেই স্বীকার করেছে যে পশ্চিমাদের চাপেই প্রতিবছর মডিফাইড খ্রিস্টান আহলে হাদিসের পালনের জন্য কোটি কোটি ডলার খরচ করে।এরা যদি মুসলমানই হয় তাইলে পশ্চিমা ইসলাম বিরোধীরা কেন এদের জন্য টাকা খরচ করবে? একবারও কেউ ভেবে দেখেছেন?

এই আব্দুল ওহাব নযদি নামক সফিয়া নামের এক কমনওয়েলথ গোয়েন্দার সাথে হিল্লা বিয়ের নামে জ্বেনাখোরের মাধ্যমে প্রতিষ্ঠিত এই কথিত জাল সালাফি ও আহলে হাদিসরা ইংরেজ গোয়েন্দা ড. হামফেরীর মাধ্যমে সৃষ্ট। 

এজন্যই স*ন্ত্রা*সী ইসরায়েল আর কথিত আহলে হাদিস নামক মডিফাইড খ্রিস্টানদের কথার সুর একই হয়।

হামাস যে রকেট ই*সরা*য়েলকে লক্ষ করে মারলো সব রকেট কিন্তু ইসরায়েল এ পড়ে নাই
কিছু কিছু রকেট আমাদের দেশের আহলে হাদিস শায়েখ দের বুকে পড়েছে 
তালে/বান যখন আফগা/নিস্হান কে দখল মুক্ত করলো তখন তারা তালে/বানের বিরুদ্ধে কথা বলেছে। 

আর এখন যখন হা*মা*স মুসলমানদের প্রানের ক্বেবলা বাইতুল মাকদাস_ফিলিস্তিনকে জালিম ইয়া/হুদিদের হাত থেকে দখলমুক্ত করার জন্য শাহাদাতের তামন্না নিয়ে ময়দানে নেমেছে এখনো তারা তার বিরুদ্ধেই কথা বলছে।
তারা সালাহউদ্দিন আইয়্যুবির আকিদা নিয়ে প্রশ্ন তুলছে,
অথচ সালাহউদ্দিন আইয়্যুবি কে এটা মুসলমান সকলেরি জানা।
আবার হামাস নাকি ইসরায়েল এর বিরুদ্ধে কেন যুদ্ব করতেছে তা নাকি ইসলামের দৃষ্টিতে ঠিক নয়,হামাসের নাকি আল্লাহ এর কাছে এর জন্য জবাব দিতে হবে যে কথা ই*স*রা*য়ে*লের সেনা প্রধানও বলেছে।

একই কথা
এই তথাকথিত আহলে হাদিস নামক মডিফাইড খ্রিস্টান এর শায়েখ দের কথা। 
তুমি অমুক শায়েখের অনুসারী, বাংলাদেশে বসে ফতোয়া দাও। তুমি তো বুঝো না অবরোধের মধ্যে তারা কত কষ্টে আছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিরোধ করতে হয় কিনা তুমি উপলব্ধি করতে পারো না।

তুমি বলো, ঈমানী শক্তি দিয়ে আকসা জয় করতে হবে, যুদ্ধ করে ন‌য়। তোমার মতো গোল আলুদের  কত ঈমানের জোর দেখা আছে আমাদের।

তাইতো বলি এসকল নামধারী আহলে হাদিস মডিফাইড খ্রিস্টানরা মুসলমান নয়, এদের মুসলমান মনে করা বোকামী ছাড়া আর কিছু না।

লেখক: চিকিৎসক, জার্নালিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...