expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

আহলে হাদিস পরিচয়ে জামায়াতে ইসলামীতে ওরা কারা

 আহলে হাদিস পরিচয়ে জামায়াতে ইসলামীতে ওরা কারা?



আপনারা জানেন যে গত পনের বছর আগেও আহলে হাদীস নামে বাংলাদেশে কোন সক্রিয় দল বা সংগঠন ছিল না। আর কোরআন হাদিসেও তোমরা আহলে হাদীস বনে যাও এরকম কোন দলিল নেই। বরং আল্লাহ বলেছেন মুসলিম হিসাবে পরিচয় দিতে। আল্লাহ বলেন -"তোমাদের মধ্যে তার কথার চেয়ে আর কার কথা উওম যে মানুষকে কোরআন দিয়ে ডাকে এবং বলে আমি মুসলিম"। সুতরাং নামধারী আহলে হাদীসের ফেরকা থেকে দুরে থাকবেন।


আহলে হাদীসরা মুলত সৌদি আরব সহ আরব রাজতন্ত্রের এজেন্ডা বাস্ত্রবায়নের জন্য কাজ করছে। এই জন্য সৌদি সরকার উপমহাদেশ থেকে আহলে হাদীসের মোল্লাদেরকে ফ্রিতে সৌদি  ইউনিভার্সিটি থেকে ডিগ্রী দিচ্ছে এবং উপমহাদেশে বিভিন্ন ভাবে প্রচার কাজ চালিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক সাহায্য করছে। গত কয়েক বছর আগেও সৌদি সরকার জামাতে ইসলামীকে সমর্থন করত কিন্তু সৌদি যুবরাজ সালমান ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পর থেকে তারা জামায়াত বিরোধী বনে গেছে। তার কারণ হল জামায়াত গণতান্ত্রিক রাজনীতি করে।যদি মানুষ একবার কোরআনের শাসনতন্ত্র ও গণতন্ত্রের সাধ পেয়ে যায় তাহলে সেইটা রাজতন্ত্রের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। আরব বসণ্ড আটকানোর জন্যই সৌদি সরকার জামায়াতের বিরুদ্ধে আহলে হাদীস নামক সংগঠন কে লেলিয়ে দিয়েছে। আর এজন্যই আহলে হাদীসরা জামাত ও উপমহাদেশের আলেমদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা ও ফতোয়া দিয়ে যাচ্ছে। 


যুবরাজ সালমানের লক্ষ্য এখন ইসলাম ও মুসলিম বাচানো নয় উনার প্রধান লক্ষ্য হচ্ছে গদি বাচানো। আর এজন্য তিনি ইহুদী খৃষ্টানদের সাথেও সুস্পর্ক রাখছেন এবং ইহুদি ও মুসরিকরা মুসলমানদের হত্যা করলেও উনি প্রতিবাদ না করে তাদেরকেই উপহার দিচ্ছেন। সুতরাং আরব বিশ্বের নেতারা এখন ইসলাম ধর্মকে পলিটিক্যাল ইসলামে পরিনত করেছেন। আর এই জন্যই আহলে হাদিস সংগঠনকে তাদের এজেন্ডা হিসাবে ব্যবহার করছেন। সুতরাং যারা সত্যিকারে মুসলিম হয়ে মরতে চান তারা আহলে হাদীস থেকে দুরে থাকবেন। 


সূত্রঃ আলাপন ব্লগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

ভোলাগঞ্জের পাথরের নীচে চাপা পড়া সত্য, ভারতের দালালির পোস্টমর্টেম

  ভোলাগঞ্জের পাথরের নীচে চাপা পড়া সত্য, ভারতের দালালির পোস্টমর্টেম  প্রকৃতি ধ্বংশ ও তার বিরূপ আচরনের পেছনে যতটা না প্রকৃতি নিজেই দায়ি তার চে...