"শায়েখ নাসির উদ্দিন আলবানীর অনুসারিদের নিকট কিছু প্রশ্ন"
![]() |
ব্রিটিশ দালাল নাসির উদ্দীন আলবানী |
শায়েখ নাসির উদ্দীন আলবানীর অনুসারিরা দাবী করেন নাসির উদ্দীন আলবানী নাকি ইসলামের বিরাট খেদমত করেছেন, আমিও বলি উনি হাদিস শাস্ত্রে ব্যাপক পন্ডিত ছিলেন এতে কারো দ্বিমত নাই, আমারও না। কিন্তু নিম্নের কিছু প্রশ্নের জবাব না পাওয়ার কারনে আমি তাকে কমনওয়েলথের গুপ্তচর ও মোনাফেক বলে মনে হয়।
আশা করি এই শায়েখ আলবানীর অনুসারীরা আমার এই প্রশ্ন গুলোর সঠিক উত্তর ও প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়ে আলবানী সাহেবকে সন্মান করতে আমাকে প্রয়োজনীয় সহায়তা করবেন।
১। উনি তো ঘড়ি মেকার ছিলো, উনার ১৯ বছর বয়স হতে ২৪ বছর বয়স পর্যন্ত এই ৬ বছর কি করেছেন, কোথায় ছিলেন কেউ বলতে পারবেন প্রমান সহ? এই ৬ বছর তাঁর পরিবারের প্রয়োজনীয় খরচ কে চালিয়েচেন এবং কিভাবে চালিয়েছেন?
২। উনি কোন মাদরাসায় পড়ে মুহাদ্দিস হয়েছেন তার নাম কেউ বলতে পারবেন?
৩। উনি যদি মাদরাসায় না পড়ে নিজে নিজে পড়ে মুহাদ্দিস হয়ে থাকেন তাইলে উনার উস্তাদের নাম কি?
৪। ধরে নিলাম মাদরাসা ও উস্তাদ কারো কাছে পড়েন নি, নিজে নিজে গবেষনা করে পড়েছেন, তো তার গবেষনার পদ্ধতির নাম কি ছিলো?কোথায় বসে গবেষনা করেছেন? গবেষনা রিপোর্টটি কেথায় এখন?
৫। উনিতো দরিদ্র পরিবারের সন্তান ছিলেন, দারিদ্রতা আল্লাহর নিয়ামতও বটে, তো উনি নিজে নিজে পড়াশোনা আর গবেষনা করার জন্য প্রয়োজনীয় বই-পুস্তক কিনতে যে টাকা লাগে তার খরচ কে দিলো? নাকি তিনি ওহী পেতো(নাউজুবিল্লাহ)?
৬। আলবানী সাহেব যে গবেষনা করেছে সে গবেষনার জন্য যে সকল বই পুস্তক পড়েছে তাঁর মৃত্যুর পর সে গবেষনার উপকরন, বই-পুস্তক ইত্যাদি কোন জাদুঘরে সংরক্ষিত আছে? নাকি এত বড় ইমামের এসকল গবেষনার উপকরন সংরক্ষণের প্রয়োজনীয়তা সৌদি সরকার বুঝে নি?
এসকল উত্তর দিয়ে আশা করি আলবানীর অনুসারীরা আমাকে উপকৃত করবেন ও আলবানী ও তার অনুসারীদের প্রতি আমাকে যথাযথ সন্মান দেখানোর জন্য সহায়তা করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ