"রকেট মনোয়ার হুজুরকে কিছু প্রশ্ন"
"যুগের আশ্চর্যতম ও শ্রেষ্ঠতম মুজাদ্দেদ রকেট মনোয়ার হাফি:কে জিজ্ঞেস করছি....!!!!!!!!"
(১) ১১ বছর বয়সে ৮ম শ্রেণী পাস করেছেন আপনার জন্ম সনদ আর পঞ্চম শ্রেণির সার্টিফিককেট মিলিয়ে দেখেছেন?এনআইডিতে বয়স কত?
(২) ১৯৯০ সালে তিন বার অক্সফোর্ডের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। আপনি কোন বিষয়ের টিচার ছিলেন আর আপনার শ্রেষ্ঠ শিক্ষকের যে ক্রেস্ট দিয়েছিলো একটাও ছবি দেখাতে পারবেন?
(৩) ১৯৯০ সালে তিনি আমেরিকাতে নাসার বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেয়েছেন।(সুবাহানাল্লাহ!!!) নাসা বিজ্ঞানী হলে মহাকাশ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাগে,আপনি ডক্টরেট না করে কেমনে নাসায় কাজ করলেন?
(৪) ১৯৯০ সালে তিনি লন্ডন লীগে ফুটবল খেলেছেন,ওখানেতো হাফ প্যান্ট পড়ে খেলতে হয়, আপনিও কি হাফ প্যান্ট পড়ে খেলেছিলেন? ওটা পড়া কি জায়েয?
(৫) ১৯৯০ সালে তিনি লন্ডন কেন্দ্রীয় মসজিদের খতীব ছিলেন। কোন৷ প্রমান আছে?
(৬) উনি সেই হুজুর যিনি এখন আর বিমানে চড়েন না, কারণ এতে অনেক সময় নষ্ট হয় বর বিকট আওয়াজ হয়। তিনি খুব ব্যস্ত মানুষ তাই রকেটে চড়েন। রকেটে চড়ার কোন টিকেট বা পেমেন্টের কাগজ দেখাতে পারবেন?
(৭) উনি ৮০ হাজার হিন্দুর দেবতা। যারা সুযোগ পেলে তাকে সিজদা করে। (নাউজুবিল্লাহ)। তো আপনাকে যে মুর্তি দিয়ে পূজা করে তার ছবি আছে? মূর্তিটা কোন মন্দিরে আছে?
(৮) স্বাধীনতার সময় ৮০ হাজার হিন্দু তার এক বাড়িতে লুকিয়ে ছিল। আপনা৷ এত বড় বাড়িটি কোথায়? বাড়িটার৷ ঠিকানা দিতে পারবেন?
(৯) উনাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মেহেদী আ. প্রকাশ পেয়ে গেছেন। ইয়ামেনের জেলখানায় বন্ধি হয়ে গেছেন। আল্লাহর কুদরতে সেখান থেকে বেরও হয়ে গেছেন।
তবে তিনি কেন গ্রেফতার হলেন, কারা গ্রেফতার করল, এখন তিনি কোথায় আছেন?
(১০) উনি নিয়মিত ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করত এবং ট্রাম্পের বাসায় দাওয়াত খেত।তো ট্রাম্পের৷ সাথে একটা সেলফি দেখাতে৷ পারবেন?
(১১) আপনি একমাত্র মোজাদ্দেদ যিনি ডেনাল্ড ট্রাম্প দামেষ্কের বংশীয় এই মুজাদ্দেদই প্রথম আবিষ্কার করেছেন,তো কোন৷ কিতাবের কোন পাতায় এই তথ্য পাইলেন?
(১২) সর্ব প্রথম খাশি ছাগলের মাংশ খাওয়া যে হারাম সহীহ হাদিস হতে আপনিই আবিষ্কার করেছন।তো হলফ করে বলতে পারবেন যে কখনো আপনি খাসি ছাগলের মাংশ খাননি?
(১৩)জামায়াত-শিবিরে কেউ সাঈদীকে চাঁদে দেখা দূরে থাক,বিশ্বাস করাও গুজব মনে করলেও আপনিই একমাত্র জামায়াতের নেতা যিনি সাঈদী হুজুরকে চাঁদে দেখার দাবি সত্যায়ন করেছেন।(সুবাহানাল্লাহ),তো সাঈদিকে৷ চাঁদে দেখার ভিডিও লাইভে দেন নি৷ কেনো? এখন দিতে৷ পারবেন কোন৷ ভিডিও?
(১৪) সাঈদিকে৷ চাঁদে দেখার সময় আপনার সাথে আর কোন লোক৷ ছিলো? থাকলে কে ছিলো?এত রাতে চাঁদ দেখার জন্য কেনো৷ ছাদে৷ গেছিলেন?
আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনি আদতেই ভন্ড।
ডা.বশির আহাম্মদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ