expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বেরলভীদের ভ্রান্ত ও ঈমান বিধ্বংসী আকিদা সমূহ


বেরলভীদের ভ্রান্ত ও ঈমান বিধ্বংসী আকিদা সমূহ



  •  কাদিয়ানিদের পর উপমহাদেশে বৃটিশ আমলে দ্বিতীয় যে ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা হয় তা হল বেরেলভী বা রেজভী মতবাদ। উপমহাদেশে কবর ও মাজার পূজার বিস্তার ঘটায় বেরেলভী বা রেজভী মতবাদ। 
  •  এরাই মিলাদকিয়াম, মাজারপূজা,কবরপূজা, ব্যক্তিপূজা,রাসুল সাঃকে আল্লাহর সমতুল্য ইত্যাদি শির্ক গুলি আবিষ্কার করেছে।
  • সুফিদের আকিদা আর বেরেলভী আকিদার কোন তফাৎ নেই। বেরেলভীদের মূল আকিদার ভিত্তি ও বিশ্বাসের মূল স্তম্ভ নির্মিত হয়েছে শিয়া সম্প্রদায় কেন্দ্রিক। তাদের বিশ্বাসের মূলে কিছু শিয়াদের ভ্রান্ত আক্বীদার স্পষ্ট মিল আছে।
  • তারা চারটি উৎস থেকে তাদের আকিদা গ্রহন করছে।
  • ১/এশিয়ার হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নিকট থেকে।যেমন,  মৃত্যুর পর পীরের আত্মা পার্থিব জীবনের ভাল মন্দ পৌঁছানোর ক্ষমতা রাখে।
  • ২/খ্রিস্টানদের নিকট থেকে।যেমন,হুলূল বিশ্বাসী।সাধনার এক পর্যায় আল্লাহ মানুষের দেহে হুলূল করে বা মানুষের দেহে আল্লাহ প্রবেশ করেন। যেমন খ্রিস্টানরা ঈসা আঃকে স্বয়ং ঈশ্বর মনে করে। 
  • বড় ৩/সুফিদের নিকট থেকে।
  • যেমন,ওয়াহদাতুল উজূদ বা সর্বেশ্বরবাদ যা হুলূলের পরবর্তী পরিণতি। আল্লাহর সত্তার মধ্যে বান্দার সত্তা বিলীন হয়ে যাওয়া। তাদের দৃষ্টিতে পৃথিবীতে অস্তিত্ববান সব কিছুই আল্লাহর অংশ। আল্লাহ পৃথক কোন সত্তার নাম নয়। নাউযুবিল্লাহ।
  • ৪/শিয়াদের নিকট থেকে।
  • যেমন,মাজার কেন্দ্রিক বিভিন্ন উৎসব ও ইবাদাত ও আহলে বাইয়াতকে নিয়ে বাড়াবাড়ি।
  • 📌বেরেলোভি বা রিজভির প্রধান ও সর্ববৃহৎ রচনা হল ফৎওয়া রিযভিয়াহ।রেযা ফাউন্ডেশন মারকাজুল আউলিয়া লাহোরের তত্ত্বাবধানে এটি ৩০ খন্ডে প্রকাশিত হয়। যার পৃষ্ঠা সংখ্যা  প্রায় ২১৬৫৬, প্রশ্ন উত্তর ৬৮৪৭ টি, রিসালা মোট ২০৬ টি। অনেকে মনে করে তেমন ভালো কিছু এ কিতাবে নেই।তবে দলিল বিহীন অপব্যখ্যার ফতওয়াবাজীতে ভরপুর। এছাড়া আনবাউল মুছত্বফা, খালিছুল ইতিক্বাদ, মারজাউল গায়ব ওয়াল মালফুযাত, মাদায়ে আলা হযরত, হাদায়েকে বখশিস, প্রভৃতি তার শিরক কুফুরী ভরপুর প্রসিদ্ধ রচনা।
  • 📌আহমেদ রেজা ব্রেলভী ভারতের আজাদী আন্দোলনের বিরোধী ছিলেন। শাহ ওয়ালীউল্লাহ দেওলভীর বিরোধী পক্ষ হিসেবে তিনি আবির্ভূত হন। তৎকালীন মুসলিমরা বৃটিশ শাসিত ভারতকে দারুল হারব ঘোষণা দিলে,তিনি তার ঘোর আপত্তি করেন। তিনি তৎকালীন বৃটিশদের দারুল ইসলাম ঘোষণা করেন।
  • 📌জিহাদের বিপক্ষ অবস্থান নেন এবং এ দেশে জিহাদ ও হিজরতের বিরোধিতা করে ফতওয়া প্রদান করেন।
  • 📌এই বেরেলোভি বা রিজভি আকিদার মূল ভিত্তি স্থাপন করা হয়েছে পাকপঞ্জাতন নামে ৯০% জাল হাদিস দিয়ে।
  • 📌এই দেশের যত বাউল, মাজারে গাঞ্জা সেবি, নেশাখোর আছে প্রায় সবাই এই আকিদার অন্তর্ভুক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...