expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

চরমোনাই পীরের ভ্রান্ত আকীদা

 "চরমোনাই পীরের ভ্রান্ত আকীদা"

চরমোনাইর পরের আকিদার বই




আমরা এ দেশের আমজনতা এই চরমোনাই পীর ও তাঁর মূরীদানের মূর্খতার বদৌলতে বাহারী কিচ্ছা ও সার্কাস মার্কা জিকিরের সাথে পরিচিত। আসুন তাদের উদ্ভট কিছু কেচ্ছার সাথে পরিচিত হই।

আমরা শিক্ষিত ও সচেতন সমাজ চরমোনাই এবং গংদের বানানো 
বাঘের কিচ্ছা🧞‍♂️,
সাপের কিচ্ছা🐍,
জ্বীনের কিচ্ছা,
ব্যাঙের কিচ্ছা,👻
কুকুরের কিচ্ছা🐈,
বেগুনের কিচ্ছা,
পিয়াজের কিচ্ছা,
বাইম মাছের কিচ্ছা,
জাহাজের কিচ্ছা🏄‍♂️,
বাবা হুজুরের কিচ্ছা,
দাদা হুজুরের কিচ্ছা,
কবরে শুয়োরের কিচ্ছা,
হযরত এজিদের কিচ্ছা,
এজিদ আলেম ছিলো মর্মে ওয়াজ,
এজিদ ১০০রাকাত নফল নামাজ পড়ত মর্মে সাক্ষ্য,
হাত পাখার কিচ্ছা ইত্যাদি শোনতে শোনতে ক্লান্ত। এগুলোর প্রত্যেকটি কেচ্ছাই বানানো এবং আজগুবী।

না জানি আরো কত বানানো কিচ্ছা শোনতে হয়!!!!!

এসব আজগুবী কিচ্ছা বলে বলে ওয়াজ করে,আবার নিজেদেরকে হক্বের, ডিলার, মুফতি, পীর দাবি করে।

এখন তো গীবত ছাড়া আবার চরমোনাই হুজুরের মাহফিল জমে না। কিচ্ছা বাবার নতুন কোন পুজি নাই , একমাত্র পুজি গীবত।
ফেসবুকেও এই পোষ্টের নীচে তাদের মন্তব্য দেখলেই তাদের চরিত্র ভাল ভাবে বুঝা যাবে।
এখন চরমোনাইর রচিত বই এর ভ্রান্ত আকিদা ও তাদের প্রচলিত কিছু ভুল নিয়ে আলোচনা করব। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে কমেট করুন, আমি বইয়ের পাতাগুলোর ছবি আপলোড দিতে পারব ইনশাআল্লাহ।

(১) মারেফতের পীর ও ওলীদের মর্যাদা নবীদের চেয়েও বেশী ! (আশেক
মাশুক ৮৮-৯০ পৃষ্ঠা )।

(২) আখেরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে । ( ভেদে মারেফত ৬০ পৃষ্ঠা )।

(৩) পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করে ।( ভেদে মারেফত ১৫ পৃষ্ঠা )।

(৪) পীরের কাছে মুরীদ হওয়া ফরজ ।( মাওয়ায়েজে এহছাকিয়া ৫৫ পৃষ্ঠা )।

(৫) আল্লাহর কাছে আন্দাজ নাই । ( ভেদে মারেফত ১৫ পৃষ্ঠা )।

(৬) শরীয়ত বহির্ভুত হলেও পীরের হুকুম মানা মুরীদের জন্য বাধ্যতামূলক ।
( আশেক মাশুক বা এস্কে এলাহী ৩৫ পৃষ্ঠা )

(৭) পীর কাফন চোরকে পুলসিরাত পার করিয়া দিবেন । ( ভেদে মারেফত ২৭-২৮
পৃষ্ঠা )

(৮) পরকালে পীর ও ওলীদের ক্ষমতার সীমা থাকিবে না । ( আশেক মাশুক ৮১ পৃষ্ঠা)

(৯) পীর কেয়ামতের দিন সকল মুরীদের গুনাহমাফ করিয়ে দিবেন ।(ভেদে মারেফত ৩৪পৃষ্ঠা )

(১০) আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক করে রুহ নিয়ে আসিয়াছি ।( ভেদে মারেফত ১৫ পৃষ্ঠা ),

(১১) পীরগণ কেয়ামতের দিবসে মুরীদগণকে সাহায্য করবে ।
( ভেদে মারেফত ২৫-২৬ পৃষ্ঠা, আশেক মাশুক ৬৬-৮১ পৃষ্ঠা )

(১২) মৃত্যুর সময় পীর স্বীয় মুরীদকে শয়তান থেকে বাঁচাতে পারেন ।(ভেদে মারেফত ৩১ পৃষ্ঠা )

চরমোনাই পীর সাহেব ১২৬ তরীকা কোথায়
পাইলেন ?

পরের আকীদার দিকে আঙ্গুল তোলার আগে নিজের আকীদা ঠিক করার অনুরোধ রইলো। 

লেখক: চিকিৎসক, জার্নালিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...