"ডেভিল জামায়াতেও আছে, ফেরেশতার দল নয়"
![]() |
জামায়াতি ডেভিল |
ছবির লোকটি আগে ছিল জয় বাংলার লোক এখন সে হয়ে গেছে সে জামাত ইসলামের লোক। এখন সে আওয়ামিলীগের কেউ না, নিজেকে ধুয়ে মুছে পরিস্কার করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে দিব্যি ফেরেশতা বনে গেলো। এ বিষয়গুলো জামায়াতের দায়িত্বশীল যারা আছেন উনাদের দেখা উচিত। বিষয়টা যেন এমন না হয়ে যায়,একজন কুখ্যাত সন্ত্রাসী,নিজেকে সেভ করার জন্য জামায়াতে ইসলামের লোকের সাথে মিশে যায়।
সমাজে একজন ব্যক্তি জঘন্য অপরাধ করবে আর তার সব দায় ভার জামায়াতে ইসলামের নিতে হবে।
আমি বার বার একটি কথা বলি জামায়াতের যেমন সোনার মানুষ আছে তেমনী ইসলামের লেবাসধারী জিবন্ত শয়তানও রয়েছে,তা না হলে এমন একটা জঘন্য আওয়ামী ডেভিল জামায়াতের মিটিং-মিছিলে স্থান পাওয়ার কথা না।
এই ফটোটা যদিও এডিটিং করা না। এই লোককে যে জামাত ইসলামের ঢুকিয়েছে,সেই সভাপতি কে জিজ্ঞাসাবাদ করার দরকার ঘটনা কেমনে কি হলো। নিশ্চয়ই শুধু আওয়ামিলীগ ও বিএনপিতেই না,জামায়াতেও ডেভিল থাকতে পারে। কারন এখন এই জামায়াত আর আগের সেই জামায়াত নাই, এখনকার জামায়াত আহলে হাদিস নামক ব্রিটিশ দালালদের দ্বারা নিয়ন্ত্রিত।
ইতিমধ্যেই ফটোগুলো নিয়ে অনেকজনে অনেক ধরনের মন্তব্য করে যাচ্ছে। অন্যরা করলে কোন সমস্যা নাই কিন্তু জামাত ইসলাম করলে সেটা অনেক বড় আকারে ছড়িয়ে যায়।
দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার যা বলার আমি বলে দিলাম। আমি জানি জামায়াতের দালাল অংশটা আমাকে গালিগালাজ করবেই কারন জামায়াতের ওই অংশটাই দালাল, আপনাদের গালিগালাজের কথা মাথায় রেখেই আমি পোস্ট করেছি, গালিগালাজ করতেই পারেন, কিন্তু নিজেরা নির্দোষ প্রমান হতে পারবেন তো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ