expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

শামছুল হক ফরিদপুরীর নামে মিথ্যাচার

 " ভুল সংশোধন "

 নামক বইটি মাওলানা শামসুল হক ফরিদপুরী রহঃ এর লিখিত কোনো কিতাব নয়। 

ভুল সংশোধন বই



কয়েকটি প্রশ্নের উত্তরের জবাব চাই :


১| মাওলানা শামসুল হক ফরিদপুরী রহঃ এর মৃত্যু কত সালে ? 


উত্তর: ২১ জানুয়ারী ১৯৬৯ সাল। 


২| বাংলাদেশ মসজিদ মিশনের প্রতিষ্ঠা কত সালে? 


উত্তর : ২৫ শে নভেম্বর ১৯৭৩ সালে। 


৩| বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা কত সালে? 


উত্তর : ৬ ই ফেব্রুয়ারী  ১৯৭৭ সাল। 


বিবেকবানদের নিকট প্রশ্ন রেখে গেলাম, 

১৯৬৯ সালের মৃত্যুবরণকারী একজন আলিম 

মসজিদ মিশন,ছাত্রশিবির প্রতিষ্ঠার পর জামায়াতে ইসলামীর ভুল ইসলামী আন্দোলন প্রচার করিয়া যাওয়ার কারণে কি কারণে বসে থাকা সম্ভব নয়? 


 কবরে বসে তিনি কি করে কিতাব লিখলেন? 


একজন আলিম তাঁর মৃত্যুর ৮ বছর পরে কি করে কিতাব লিখলেন? 


প্রশ্নগুলো বিবেকবানদের কাছে। যারা তাদের বিবেককে কাজে লাগায় না আল্লাহর ভাষায় তাঁরা পশুর চেয়ে নিকৃষ্ট। [ সূরা আল - আরাফ  ]


মাওলানা শামসুল হক ফরিদপুরী রহঃ মাওলানা মওদুদী রহঃ কে যথেষ্ট সম্মান ও মোহাব্বত করতেন।

মাওলানা মওদুদীর সাথে মাওলানা শামসুল হক ফরিদপুরীর পত্রালাপ হতো। সাইয়েদ আবুল আ'লা মওদুদীর পত্রাবলীর প্রথম খন্ডের ১০৮ নং পৃষ্ঠায় এই পত্রালাপ রয়েছে আগ্রহীগণ সেটিও দেখতেন পারেন। 

 এই বিষয় নিয়ে বিস্তারিত আরও দুটি  পোস্ট করা হবে।


ইংশাআল্লাহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...