expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ওহাবী আলেম আ:রাজ্জাক বিন ইউসূফ

 "ইউসূফ নামা"

আ:ররাজাক বিন ইউসূফ



 বর্তমানে মাদখালি জায়োনিস্ট দালালদের সবচেয়ে বড় ফেতনাবাজ আলেমদের একজন আ:রাজ্জাক বিন ইউসূফ,  চলুন তার ইউসুফনামা বর্ননা করা যাক। পর্যায়ক্রমে সকল জায়োনিস্টদের আমল নামা প্রকাশ করা হবে।

আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কুরআন সুন্নাহ পরিপন্থি বক্তব্য
# বিতের নামাজ নফল। না পড়লে কোন গুনাহ হবে না
নাউজুবিল্লাহ।

# মায়ের বুকে যতদিন দুধ আছে বাচ্চা ততদিন দুধ খাবে। নাউজুবিল্লাহ‌ 

# কুরবানী নফল  কোটিপতি কুরবানী  না করলেও  গুনাহ হবে না নাউজুবিল্লাহ।

# হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বিদআত করেছেন
নাউজুবিল্লাহ।

# তারাবীতে কোরআন খতম করা বিদআত নাউজুবিল্লাহ, youtu.be/ev4CJ0lRVZ8

# গরিব মানুষ বড় মাছ কিনলে জাহান্নামি হবে।
নাউজুবিল্লাহ।

# কাবা শরীফ হিন্দুদের টাকায় নির্মিত।
নাউজুবিল্লাহ। 

# হানাফীদের মসজিদে ফজরের নামাজ ও আসরের নামাজ হবে না নাউজুবিল্লাহ। 
এজন্য তার অন্ধ ভক্ত মুরিদরা আমাদের মসজিদে ফজর এবং আসরের নামাজ পড়তে আসে না।

# সুর দিয়ে ওয়াজ করা হারাম 
সে নিজেও এক সময় সুর দেওয়ার চেষ্টা করত কিন্তু তার কন্ঠ এতটাই বিশ্রী যে সুর দিলে প্রচন্ড বেমানান হয়।

# বাপের বাড়িতে মেয়ে তিন দিনের বেশি থাকলে 
স্বামীকে খরচ দিতে হবে।

#২০ রাকাত তারাবি নাকি বিদআত,নাউজুবিল্লাহ অথচ তারাবির নামাজ ২০ রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম  পড়েছেন সাহাবায়ে কেরাম ২০ রাকাত পড়েছেন এবং সাহাবায়ে কেরামের আমলে  ২০ রাকাত জামাতের সাথে চূড়ান্তভাবে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে।

# কোমল পানীয় মদ (নাউজুবিল্লাহ)
কোন হালাল বস্তুকে মনগড়াভাবে হারাম করার সুযোগ নেই।(youtu.be/_ttL_zJ5--s)

# মাযহাব মানা হারাম ও শিরিক।

# কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও নামাজের সমস্যা হবে না কারন সে নিজেই কুরআন শরীফ পড়তে পারে না ‌(youtu.be/hkoRWzMxhT8)

# চরম অহংকারী সে তার প্রতিপক্ষকে বলে তোমাকে আমি মানুষই মনে করি না, নাউজুবিল্লাহ।
# এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে নামাজ পড়া যাবে  নাউজুবিল্লাহ

মতের বিরুদ্ধে গেলেই কি 
তাকে মানুষ বলতে হবে?
এছাড়াও বহু কোরআন সুন্নাহ পরিপন্থী ফতোয়া দিয়ে সব সময় মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...