expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

আলেমদের বিখ্যাত কিছু বানী

 "বাংলাদেশের প্রখ্যাত আলেমদের কিছু বিখ্যাত বানী"

আলেমদের বানী



(১) তেঁতুল দেখে যদি জিভে পানি না আসে তুমি ধ্বজ ভঙ্গ।
(মাওলানা মুফতী আহমেদ শফী হাফি:)

(২)তুই যে নামাজে ফাঁক করে দাড়াইছোত তুর হুগার নিচে দিয়ে শয়তান যায়!!
(মাওলানা জুনায়েদ হাবিব)

(৩)ইমাম আবু হানিফা ৮ দিন পেশাব,পায়খানা করে নাই মদিনায়।
(মালানা জুবায়ের আহমেদ আনসারী)।

(৪) প্রতি সপ্তাহে আফ্রিকার জঙ্গলে কুতুব"দের বৈঠক হয়। বাংলাদেশ থেকে আজিজুল হক বানী চট্রগ্রাম থেকে যান চোখের পলকে ( বিমান ছাড়া) 
( হাফিজুর রহমান কোয়াকাটা)

(৫)মাওলানা আশরাফ আলী থানবী যখন নামাজে যেতেন তার কলম অটোমেটিক লেখতো খাতায়।
(হাফিজুর রহমান কোয়াকাটা)

(৬) মাওলানা আশরাফ আলী থানবীর নিকট সাপ মুরিদ হইতো।
( হাফিজুর রহমান কোয়াকাটা)

(৭) উজানী লাফায় চরমোনাই লাইফাই তুর সমস্যা কি তুই কি বুঝবি? ওরে লাফাইন্নারে লাফাইন্না।
( হাফিজুর রহমান কোয়াকাটা)

(৮)মানছুর নাই জেল খানা নাই সব বিলিন হয়েগেছে ( হাফিজুর রহমান কোয়াকাটা)

(৯)খাজা মাইনুদ্দি চিশতী একটু আড় চোখে এক মহিলার দিকে তাকাইছে আর সেই মহিলা ৩০ পারা কোরআন হাফেজ হয়ে গেছে।
(মাওলানা জুনায়েদ হাবিব)

(১০) শাপলা চত্তরে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন।
(মাওলানা জুনায়েদ হাবিব)

(১১) আমাদের ওলামারা যা বলেন তাই দলিল আমাদের আর কোন দলিল এর প্রয়োজন নেই।
(মাওলানা জুনায়েদ হাবিব)

(১২) জোরে আমিন কে কইছোত জিজ্ঞেস করবেন তুই জোরে আমিন কই পাইছোত?
( নুরুল ইসলাম অলিপুরী)

(১৩)আমাদের এমন বুজুর্গ ছিলেন দুনিয়াতে কাগজে লেখে বেহেশতের সার্টিফিকেট দিতেন।
(মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ুবী)

(১৪) এমন বুজুর্গ ছিলেন দুনিয়া থেকে আসমানের খবর বলতে পারতেন।
(মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী)

(১৫) একটা পাগল হয়ে আল্লাহ পর্যন্ত যেভাবে পৌছেন মুসা (আ:) নবী হয়েও সেই পর্যন্ত পৌঁছাতে পারে নি।
(মাওলানা ফয়জুল করিম চরমোনাই)

(১৬) কিয়ামতের দিন মুরিদ গুলোর জন্য সুপারিশ করবেন পীর সাহেব।
(মাওলানা ফয়জুল করিম চরমোনাই)

(১৭) কিয়ামতের দিন বড় বড় জাহাজ নিয়ে ক্বারি ইবরাহীম সাহেব, ফজলুল করিম, রশিদ আহমেদ গাঙ্গুহি যখন আসবেন.......
(মাওলানা ফয়জুল করিম চরমোনাই)

(১৮) হযরত ইয়াজিদ ১০০ রাকাত নফল নামাজ পড়ত।
( ফয়জুল করিম)

(১৯) রাসুল (সা:) স্বপ্ন যুগে যে লাঠি দিয়ে দাগ দিলেন সেই দাগের উপর দিয়ে দারুল উলুম দেওবন্ধ প্রতিষ্ঠিত।
( নুরুল ইসলাম অলিপুরী)

(২০) ইমাম আবু হানিফা এক পায়ে দাড়ায়ে নামাজে ১৫ পারা কোরআন পড়তেন।
( হাফিজুর রহমান কোয়াকাটা)

সংকলনে: গাজী শিশির!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...