expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গরু খোর মুসলমানদেরকে আমি “জানোয়ার” হিসাবে জানি

 গরু খোর মুসলমানদেরকে আমি “জানোয়ার” হিসাবে জানি,দীপা মনি



একজন হিন্দুর জন্য একজন হিন্দুই হ্নদয়ে ব্যাথা অনুভব করবে, ঠিক একজন মুসলমানের জন্য একজন মুসলমানকেই ব্যাথিত হওয়ার কথা। কিন্ত বাস্তবে একজন মুসলমান একজন অ-মুসলিমের সাথে যেভাবে নিজেদেরকে ব্যাস্ত রাখে, তা তাদের নিজেদের সাথেও রাখেনা।


ফিলিস্তীনে বিগত সময়ে যে পরিমান মানবতা ধর্ষিত হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। ২য় বিশ্বযুদ্ধেও সে পরিমান মানবতাকে ধর্ষিত হতে হয়নি। আজকে এই ঘঠনা কোন খ্রীষ্টান, বৌদ্ধ বা হিন্দুর সাথে হত, তাহলে পৃথিবী ৩য় বিশ্বযুদ্ধে জড়িয়ে যেত।


পৃথিবীতে ৪০  টিরও অধিক মুচলিম রাষ্ট্র থাকার পরেও তারা ফিলিস্তীনের পাশে দাড়াতে পারেনি। বিভিন্ন নাটকীয়তার বেড়াজালে তারা শুধু অভিনয় করে গেছে। সাধারন কিছু মজলুম মুসলমান তাদের জন্য শুধু চোখের পানি ফেলেছে, বাকিরা তা ইতিমধ্যে ভূলে গেছে।


আমি কিছু করতে না পারলে তাদের পক্ষে বিভিন্ন দেশি-বিদেশী পেইজ, গ্রুপে বাংলা, ইংরেজি উভয় ভাষায় প্রতিবাদ করে চলেছি। অনেকে আমাকে মায়ের ছেয়ে মাসীর দরদ বলে কঠাক্ষ করেছে। আমার অনুভুতিকে ধর্মীয় দৃষ্টিকোণে হেয় করেছে।


মুসলমানরা যখন তাদের ধর্মের দিকে আহবান করে সেটি তখন অপরাধ নয়, আমরা যখন আমাদের ধর্মের দিকে আহবান করি, তখন সেটি অপরাধ। আমার লেখা সমুহ যখন তাদের পক্ষে যায়, তখন আমি ভালো, আর যখন তাদের বিপক্ষে যায় তখন আমি “র” এর দালাল। 


যারা মানবতার পক্ষে দাড়ায় না, মজলুমকে সহজে ভূলে যায়, ব্যক্তিকে দলীয় দৃষ্টিকোণে বিচার করে, তারা আদতে মানুষ নয় জানোয়ার। ফিলিস্তীনের নিরীহ মুসলমানদের উপরে যে হত্যা, নির্যাতন, ঘুম, অপহরন, ধর্ষন সহ মানবীয় বিপর্যয় ঘঠনা ঘঠেছে, তা আমার হ্নদয়-মনকে প্রচন্ডভাবে ব্যথিত করেছে।


তাদের উপর ঘঠে যাওয়া প্রতিটি ভিডিও দেখে অনেক রাত কেঁদেছি, সেইসাথে মুসলমান জাতটাকে অন্তর থেকে ধিক্কার দিয়েছি। এরা কোন জাতের মুসলমান…? মজলুম ফিলিস্তীনের পাশে দাঁড়াতে পারেনা। লিখনী শক্তি দিয়ে লিখতে পারেনা, চিৎকার করে গর্জন করতে পারেনা, তাদের ব্যথায় ব্যথিত হয়না, তাদেরকে দেখে শিক্ষা নেয়না, জীবন-মানে পরিবর্তন আসেনা, এরা কোন জাতের মুসলমান…? এরা মূলত জিল্লতির মুসলমান। এদের প্রত্যেককে ফিলিস্তীনের মত পরিস্থিতির শিঁকাড় হওয়া দরকার। তবে সেদিনও দূরে নয়, সহসা তা আসবেও।


গা'জা'য়! তুষার বৃষ্টি ও প্রচন্ড শীতে তাঁবুতে থাকা এক দুধের শিশুর জমে যাওয়া পা দেখে আমার খুব কষ্ট হয়েছে..! তাবুতে থাকা মানুষ গুলোর উপর বৃষ্টি সাথে ঝড়, ক্ষুধা, আশ্রয়হীনতা, বিনে চিকিৎসায় মরতে থাকা প্রতিটি চিত্রই আমাকে ব্যাথিত করে।যেখানে সামান্য (২৫০মিলি) খোলা পানির মূল্য অর্ধেক ডলার।


এত কিছু দেখার পরেও মুচলমান জাত কি করে তাদের কুরআনকে পিঁছনে ফেলে ক্ষমতার জন্য জালিমদের পাঁচাটে। আবার এই জালিমদেরকে ভোট দিয়ে ক্ষমতায়ও আনে, যাদের হ্নদয়ে ফিলিস্তীনের মুচলমান সহ বিপন্ন মুচলমানদের পক্ষে কোন ভূমিকা রাখার সময় থাকেনা।


থুথু মারি এসব জানোয়ার মার্কা মুসলমানদের মূখে, যারা মানুষ নয়, মানব রুপি শয়তান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...