চোখে ড্রপ দেওয়ার সঠিক নিয়ম
ড্রপ দেওয়ার সময় অনেকের মনেই কিছু প্রশ্ন জাগে। যেমন-
* এক ফোঁটার বেশি দিলে কি সমস্যা?
* ড্রপ আর মলমের মধ্যে কোনটি আগে দেব?
* একটা ড্রপ সর্বোচ্চ কত দিন ব্যবহার করা যায়?
* ড্রপ/মলম দেওয়ার পর কতক্ষণ চোখ বন্ধ রাখব?
*একটা ড্রপ দেওয়ার কতক্ষন পর অন্যজাতের ড্রপ দেবো?
ড্রপ ব্যবহারের নিয়ম
* ড্রপ ব্যবহারের আগে হাত ভালো করে ধুতে হবে।
* যেদিন প্রথম ড্রপের বোতলের ক্যাপ খোলা হবে সেদিন ড্রপের বোতলের গায়ে তারিখটা লিখে রাখবেন। কারণ ড্রপের মুখ খোলার পর এক মাসের বেশি ওই ড্রপের বোতল ব্যবহার করা উচিত নয়।
* যদি ড্রপটি সাসপেনশন টাইপ হয় তাহলে ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে।
*এরপর রোগীকে বসিয়ে মাথাটা পেছনের দিকে নিয়ে চোখের পাতা আলতোভাবে টেনে ধরে চোখের কোনায় ড্রপ দিতে হবে।
* ড্রপ দেওয়ার পর অন্তত ১০ সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে হবে।
* ড্রপ চোখে দেওয়ার পর চোখের কোনায় নাকের পাশের দিকটা চেপে ধরতে হবে, যাতে নাকে না চলে যায় বা চোখ বেয়ে গড়িয়ে না পড়ে।
* প্রত্যেক চোখে এক ফোঁটা করে ড্রপ দিতে হয় (মানে দুই চোখে এক ফোঁটা, এক ফোঁটা করে দিতে হবে)। একের অধিক ড্রপ একই সময়ে দেওয়া যাবে না।
* যদি আপনার ডাক্তার আপনাকে একের অধিক ধরনের ড্রপ ব্যবহার করতে বলেন তাহলে একই সময়ে দুই ধরনের ড্রপ দেওয়া যাবে না। অন্তত এক ধরনের ড্রপ ব্যবহার করার ৫-১০ মিনিট পরে আরেক ধরনের ড্রপ ব্যবহার করতে হবে।
* যদি চোখের ড্রপ ও অয়েন্টমেন্ট দুটিই প্রেসক্রিপশনে থাকে তাহলে আগে ড্রপ ব্যবহার করতে হবে, এরপরে অয়েন্টমেন্ট।
* ড্রপ ব্যবহারের ফলে যদি চোখ জ্বালাপোড়া বা অন্য কোনো সমস্যা অনুভূত হয়, তাহলে চিকিৎসক কে বিষয়টি জানাতে হবে।
* আগে যদি কোনো ড্রপ ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা হয়ে থাকে, তাহলে এবার আপনার ডাক্তারকে সেই ড্রপটির নাম জানান।
* চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে চোখের ড্রপ ব্যবহার বন্ধ করবেন না।
সতর্কতা
* চোখ লাল হলে নিজে নিজে আই ড্রপ ব্যবহার করবেন না।
* আই ড্রপের বোতলটি যেন চোখে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখুন।
* কখনোই চোখের কালো অংশে, অর্থাৎ কর্নিয়ায় সরাসরি ড্রপ ফেলবেন না।
* কন্টাক্ট লেন্স পরা অবস্থায় আই ড্রপ বা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ