expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

চোখে ড্রপ ব্যবহারের সঠিক নিয়ম

 চোখে ড্রপ দেওয়ার সঠিক নিয়ম

চোখে ড্রপ দেওয়ার নিয়ম



চোখের নানান সমস্যায় আমাদের চোখে অনেক সময় ড্রপ দিতে হয় কিন্তু সেই ড্রপের দেওয়ার সঠিক নিয়ম না জানা থাকলে কোনো কাজে আসে না।


ড্রপ দেওয়ার সময় অনেকের মনেই কিছু প্রশ্ন জাগে। যেমন-

* এক ফোঁটার বেশি দিলে কি সমস্যা?

* ড্রপ আর মলমের মধ্যে কোনটি আগে দেব?

* একটা ড্রপ সর্বোচ্চ কত দিন ব্যবহার করা যায়?

* ড্রপ/মলম দেওয়ার পর কতক্ষণ চোখ বন্ধ রাখব?

*একটা ড্রপ দেওয়ার কতক্ষন পর অন্যজাতের ড্রপ দেবো?

ড্রপ ব্যবহারের নিয়ম

* ড্রপ ব্যবহারের আগে হাত ভালো করে ধুতে হবে।

* যেদিন প্রথম ড্রপের বোতলের ক্যাপ খোলা হবে সেদিন ড্রপের বোতলের গায়ে তারিখটা লিখে রাখবেন। কারণ ড্রপের মুখ খোলার পর এক মাসের বেশি ওই ড্রপের বোতল ব্যবহার করা উচিত নয়।

* যদি ড্রপটি সাসপেনশন টাইপ হয় তাহলে ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে।

 *এরপর রোগীকে বসিয়ে মাথাটা পেছনের দিকে নিয়ে চোখের পাতা আলতোভাবে টেনে ধরে চোখের কোনায় ড্রপ দিতে হবে।

* ড্রপ দেওয়ার পর অন্তত ১০ সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে হবে।

* ড্রপ চোখে দেওয়ার পর চোখের কোনায় নাকের পাশের দিকটা চেপে ধরতে হবে, যাতে নাকে না চলে যায় বা চোখ বেয়ে গড়িয়ে না পড়ে।

* প্রত্যেক চোখে এক ফোঁটা করে ড্রপ দিতে হয় (মানে দুই চোখে এক ফোঁটা, এক ফোঁটা করে দিতে হবে)। একের অধিক ড্রপ একই সময়ে দেওয়া যাবে না।

* যদি আপনার ডাক্তার আপনাকে একের অধিক ধরনের ড্রপ ব্যবহার করতে বলেন তাহলে একই সময়ে দুই ধরনের ড্রপ দেওয়া যাবে না। অন্তত এক ধরনের ড্রপ ব্যবহার করার ৫-১০ মিনিট পরে আরেক ধরনের ড্রপ ব্যবহার করতে হবে।

* যদি চোখের ড্রপ ও অয়েন্টমেন্ট দুটিই প্রেসক্রিপশনে থাকে তাহলে আগে ড্রপ ব্যবহার করতে হবে, এরপরে অয়েন্টমেন্ট।

* ড্রপ ব্যবহারের ফলে যদি চোখ জ্বালাপোড়া বা অন্য কোনো সমস্যা অনুভূত হয়, তাহলে চিকিৎসক কে বিষয়টি জানাতে হবে।

* আগে যদি কোনো ড্রপ ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা হয়ে থাকে, তাহলে এবার আপনার ডাক্তারকে সেই ড্রপটির নাম জানান।

* চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে চোখের ড্রপ ব্যবহার বন্ধ করবেন না।

সতর্কতা

* চোখ লাল হলে নিজে নিজে আই ড্রপ ব্যবহার করবেন না।

* আই ড্রপের বোতলটি যেন চোখে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখুন।

* কখনোই চোখের কালো অংশে, অর্থাৎ কর্নিয়ায় সরাসরি ড্রপ ফেলবেন না।

* কন্টাক্ট লেন্স পরা অবস্থায় আই ড্রপ বা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...