expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ভারত ও পাকিস্তান আদতে কেউই আমাদের প্রকৃত বন্ধু নয়

 " ভারত ও পাকিস্তান আদতে কেউই আমাদের প্রকৃত বন্ধু নয়"




আমি পাকিস্তানকে খুব পছন্দ করি এন্মন নয়, আ্তবে পাকিস্তানের জনগনকে মুসলিম ভাই হওসাবে যতটুকু ভালবাসার ততটুই ভালবাসি । কিন্তু তার চেয়ে শতগুন বা হাজার ঘৃণা করি হিন্দুত্ববাদি ভারতকে,তবে ও দেশের সাধারন জনগনের বিষয়ে আমার কোনো ব্যক্তিগত ইর্যা নাই । ১৯৭১ সালে এ পাকিস্তান আর্মি এবং তাদের দোসররা বাংলাদেশে যা করেছে তাতে আমি তাদের জীবনেও ক্ষমা করব না যদি না পাকিস্তান রাষ্ট্রীয় ভাবে তাদের অপকর্মের ক্ষমা না চায়। কিন্তু ৭১ এর পরে পাকিস্তান আমাদের কোন ক্ষতি করেনি বা করতে পারেনি বরং ভারতকে দমানোর জন্য  বাংলাদেশের যতটুকু সম্ভব উপকারই করেছ। কিন্তু ভারত প্রতিনিয়ত আমাদের ক্ষতি করেই যাচ্ছে ।

১৯৭১ এ পাকিস্তানি হানাদাররা ৩০ লক্ষ মতান্তরে ৩লক্ষ বাঙালিকে হত্যা করেছে, অসংখ্য মা বোনের সম্ভ্রমহানি করেছে মাত্র ৯মাস । কিন্তু ভারতীয় বিএসএফ ৫৪ বছর যাবত প্রতিনিয়ত বাঙালি হত্যা করছে, মেয়েদের রেপ করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখছে । পাকিস্তানিদের আমরা শায়েস্তা করতে পারলেও ভারতের কিছুই করতে পারছি না । কারণ তারা নাকি আমাদের বন্ধু  । ৭১ এ নাকি ভারত বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আমি মনে করি বন্ধু হিসেবে নয়,১৯৪৭ থেকে চলা পাকিস্তানের সাথে শত্রুতার জের ধরে পাকিস্তানের উপর প্রতিশোধ নিতে আমাদের মুক্তিযুদ্ধকে উপলক্ষ্য হিসেবে ব্যবহার করেছিল ভারত। ভারত কোনোকালেই আমাদের বন্ধু মনে করেনি,আর করবেও না, শুধু গোলাম মনে করে।

১৯৫২ তে পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলার বদলে উর্দুকে আমাদের ভাষা করতে চেয়েছিল । কিন্তু বাংলার দামাল ছেলেদের সংগ্রামের ফলে তারা ব্যর্থ হয়েছে । এক্ষেত্রেও ভারত সফল । তারা কৌশলে আমাদের বাংলা থেকে হিন্দীর দিকে নিয়ে গেছে । বিশেষত: আমাদের দেশের শিশু আর কিশোরীরা বাংলার চেয়ে এখন হিন্দীতে বেশি পারদর্শী। সরকার যে এখনো স্কুলগুলোতে হিন্দী শিক্ষা বাধ্যতামূলক করেনি এটা ভাষা শহীদদের কপাল ।

ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যাচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি । বাংলা ভাষায় মানসম্মত অনেক নাটক হলেও বাঙালি নারীরা দেখছে স্টার জলসা আর প্লাস, পুরুষেরা দেখছে হিন্দী মুভি । অন্যদিকে ভারতে বাংলাদেশি চ্যানেল চালানো নিষিদ্ধ ( এই হল বন্ধুত্বের নমুনা )।

পাকিস্তানিরা বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলেও বিদ্রোহী বাঙালি তা মানে নি । আর এখন বাঙালি নজরুল আর লালন না শুনে "তেরে প্যায়ার মে ডুবনা হ্যায়" টাইপের গান শুনে । এক্ষেত্রে সচেতন মানুষদের বসে বসে আঙ্গুল চোষা ছাড়া কিছুই করার নেই ।

বাংলাদেশকে নদীর পানি থেকে বঞ্চিত করছে ভারত । ফারাক্কা বাঁধ দিয়ে সমস্যা সৃষ্টি করেছে এবং টিপাইমুখ বাঁধ দিয়ে সবুজ দেশটাকে মরুভুমি বানাতে চাচ্ছে ভারত । এগুলোর মত কোন ক্ষতিই এখন পাকিস্তানের মত ঘাওড়ার দেশের দ্বারা করা সম্ভব না ।

বাংলাদেশে ২৩ বছর পাকিস্তানী শাসকেরা অর্থনৈতিকভাবে শোষণ চালিয়েছে । তার কড়া জবাব তারা পেয়েছে । কিন্তু এখন ভারত যে অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে আমাদের উপর, তা আমরা নীরবে মেনে নিচ্ছি । এদেশের খাদ্য, পোষাক, প্রসাধনসামগ্রী আর মোটরসাইকেলসহ অনেক বাজার এখন ভারতের দখলে । কিন্তু বাংলাদেশি পণ্যকে ভারতীয় বাজারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । বাংলাদেশের ক্রিকেট টিম, রাস্তাঘাট, বিদ্যুত প্রকল্প সব এখন ভারতের দখলে । এভাবে কৌশলে বাংলাদেশকে শোষণ করে চলেছে ভারত ।

বাংলাদেশে ভারতের ২০০এর উপর টিভি চ্যানেল দেদারছে প্রচার করলেও ভারতে বাংলাদেশের ১টি চ্যানেলও প্রচারের অনুমতি দিচ্ছে না কেনো?

কিছুদিন খবর বেরিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ভারত ব্যবহার করবে কিন্তু ভারত বাংলাদেশকে কোন ট্রানজিট সুবিধা দিবে না।

এগুলো শুধু ভারতের সফলতাই নয় বরং বাংলাদেশে থাকা ভারতীয় দালালদেরও দালালীর ফল।

আসলে পাকিস্তান বলেন আর ভারত বলেন কেউ আমাদের৷ আদতে বন্ধু নয়, ওরা সবাই চায় আমাদের গোলাম করে রাখতে।আর এজন্য ওদের নিয়োগ করা এদেশীয় দালাল লেন্দুপ দর্জির প্রেতাত্মারা দিবা নিশি পরিশ্রম করে যাচ্ছে।

এখন আবার ভরত বাংলাদেশের খুনী হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমাদের জনগনের বিরুদ্ধে ভারত তামাশা করছে, এনধীনের বন্ধুর বাংলাদেশে দরকার নাই।

আবার পাকিস্তানের নেতারা ৫৪ নছর পর এসে বলছে বাংলাদেশ নাকি তাদের হারিয়ে যাওয়া ভাই, তো ভাই হলে ভাইয়ের উপর চালানো অন্যায়ের ক্ষমা চায়না কেনো?

অতএব আসুন দেশের স্বার্থে ভারত ও ভারতীয় দালালদের চিহ্নিত করে ওদের বর্জন করি। পাকিস্তান কেও সতর্কতার সাথে লক্ষ্য রাখি

ডা.বশির আহাম্মদ, লেখক, জার্নালিস্ট, চিকিৎসক ও মানবাধিকার কর্মী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...