"চলন্ত ট্রেনে ঘুমন্ত ছেলেটি"
ছেলেটির বয়স ১৩বছর হবে সর্বোচ্চ। বয়সটা খেলাধুলা আর স্কুলে গিয়ে পড়াশোনা,হৈচৈ, বিকালে ঘরে ফিরে বই নিয়ে বসা আর এই প্রচন্ড শীতে রাতে খেয়ে মা-বাবার বুকে ঘুমিয়ে পড়ে সকালে আবার বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার। এটাই হওয়ার কথা ছিলো। কিন্তু না, এটা তার কপালে কেনো জানি জুটলো না। কেন জুটলো না তাও জানার সুযোগ হয় নি,কারন সে একজন ট্রেনের হকার। তখন রাত ৯টা, সমুসা বিক্রি করছিলো ট্রেনে এই শীতের মাঝে।কেননা হয়ত তাঁর কাঁধে বড় দ্বায়িত্ব।
আর দায়িত্ব অনেক বড় একটা জিনিস। ঐদিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এই ছেলেটিকে দেখলাম সিংগাড়া সমুচা বিক্রি করছে অনেক চঞ্চলতার সহিত। অনেক চালু আর চটপটে ভদ্র একটা ছেলে। তার এই বয়সে দায়িত্ব এবং ব্যবসা করার মন মানসিকতা আমাকে সহ ট্রেনের বগিতে থাকা সকল যাত্রীকেই মুগ্ধ করেছিলো। বিষয়টা এখানেই শেষ হতে পারত,কিন্তু না,বিষয়টা ওখানেই শেষ হয় নি। প্রায় ২ ঘন্টার মত সিংগাড়া সমুচা বিক্রি করে ছেলেটা বড্ড ক্লান্ত হয়ে তার মাথায় থাকা সিঙ্গাড়ার ঝুড়িটা হাতে রেখেই ক্লান্ত হয়ে আনমনে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ল😌😌। অনেক সময় ধরে এভাবে দাঁড়িয়ে ঘুমিয়ে থাকতে দেখে সীটে বসে থাকা এক ভদ্র লোক যাত্রী দয়ার পরবশে তাঁর নিজের সীটটা ছেড়ে দিয়ে ছেলেটিকে বসিয়ে ঘুমাতে সুযোগ করে দেয়। ছেলেটি ঘুমাচ্ছিলো আর আমরা জেগে থাকা যত্রীরা তার কর্ম ও দ্বায়িত্বের বিষয়টি হৃদয় হতে অনুভব করছিলাম। এসময় তার কী করার কথা আর সে কি করতে বাধ্য হচ্ছে? এত রাত জেগে ট্রেনে সিঙ্গারা তো আর কেউ শখ করে বিক্রি করার কথা না, নিশ্চয়ই জীবনের তাগীদেই করছে । জীবন যেখানে যেমন। খুব খারাপ লেগেছে তার এই বয়সে এত দায়িত্ব আবার অনেক কিছুর শিক্ষাও হলো তাকে দেখে। ছেলেটি নামার কথা ছিল লাকসামে,তাকে ডাকাও হয়েছিল কিন্তু ক্লান্তি আর গভীর ঘুমের কারণে সে উঠতে পারেনি, পরে কুমিল্লা স্টেশনে নেমেছে। নামার আগে আমরা যাত্রীরা তাকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করলাম, সে নিলো না, বলল স্যার দোয়া করবেন যাতে কারো সাহায্য নিয়ে চলতে না হয়, আরেক দিন আসলে দুটি সমুচা কিনে খেলেই আমি খুশি হবো। সে নেমে গেলো, নামার খানিক ক্ষন পর খেয়াল করলাম আমার মত বাকী যাত্রীরাও হতে টিস্যু নিয়ে চোখের কোনায় আলতো করে স্পর্শ করছে নিজেদের আবেগাশ্রু লোকানোর ব্যর্থ চেষ্টার জন্য।কিন্তু আমার আফসোস হলো হে আল্লাহ আমি ছোট বেলা হতে গরিবদের নিয়ে যে স্বপ্ন দেখতাম তা বাস্তবায়নের সুযোগ কবে পাবো? নাকি আমার জীবনকে গরিবদের সেবার জন্য কবুল করেন নি? যদি ঐ কাজের জন্য কবুল করেই থাকেন তাইলে এটার তাওফিক দিন,আর দেরী কেনো?
দোয়া করি ভাই তুমি জীবনে অনেক বড় হও। তোমার দায়িত্ব আর পরিশ্রম তোমাকে একদিন অনেক বড় করে তুলবে। আহারে জীবন😭😭😭😭!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ