"যাদের বুঝাতে যাওয়া বোকামী"
![]() |
শিখাতে যাওয়া আর গাধা পিটানো সমান |
১। যারা কোন রাজনৈতিক দলের অন্ধ কর্মী।
২।কোনো পীরের মূরীদ।
৩। যারা বিজ্ঞানকে বাদ দিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে মানে বিজ্ঞান শিখতে রাজি না৷
৪। যারা যারা চিকিৎসা বিজ্ঞানে ইউনানী, হোমিপ্যাথি বৈদিক, গাছের ছাল বাকলের রসের চিকিৎসা এবং এলোপ্যাথিতে এক সাথে বিশ্বাসী নয়৷
৫। যারা জ্বেনা বন্ধের নামে বাল্য বিয়ে দারিদ্র
বিয়ের উস্কানি দেয়, অথচ মানব জাতিকে যাকাত দিয়ে কিংবা সাহায্য দিয়ে স্বনির্ভর করতে রাজি নয়।
৬।যারা সরলমনা মানুষ বিশ্বাসী সুশীল,
অতি সূফী,অতি নৈতিক, কোনো ঝুট ঝামেলায় যেতে চায় না। কারো ভালোও করে না খারাপও করে না।
৭। যারা ইতিহাস জানেনা কিংবা ইতিহাস জানলেও নিজের বিশ্বাসে অনড় থাকে এমন ঘাউড়া টাইপের লোক।
৮। যারা অতি অল্পেতুষ্ট, সূফী,ধুতি রক্ষা তত্বে বিশ্বাসী নয়! কোনো মতে চলতে পারলেই খুশি, সমাজের ধার ধারে না।
৯।যারা আলীগড়ি পন্থায় বিশ্বাসী নয়,অর্থাদ তারা নিজ ধর্মের সহজ কাজ গুলো করতে চায়, কিন্তু সমাজ বিপ্লবের পক্ষে নয়। তারা শর্টকাট পথে স্রষ্টাকে পেতে চায়।
১০। এমন সব ধার্মিক যারা গভীর রাতে জায়নামাজে আল্লাহকে পাওয়ার জন্য ব্যাকুল কিন্তু নিজের ঘরের পাশে জ্বেনা, সুদ,ঘুষ ইত্যাদি চলমান, এগুলোতে বাঁধা দুতে রাজি নয়।
১২। যারা সূরা আনফালের ৬৭,নিসার ৫নং আয়াত
না মেনে অতি ক্ষমাশীল হয়, বার বার বাঁশ খেয়েও অপরাধীকে ক্ষমা করে আরো অপরাধের রাস্তা খুলে দেয়।
(কপি কৃত ও আংশিক সংযোজিত, মূল লেখক মোঃ নাজমূল হুদা মোজাদ্দেদী)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ