"অধিকাংশ কাজ ইসলাম অনুযায়ী করলেও, রাষ্ট্র,বিচার ও অর্থ ব্যবস্থা যারা ইসলাম অনুযায়ী করে না তারা মুমিন নয়, ইসলামের সাথে উপহাস কারী মাত্র"
আর যে সকল মানুষ আল্লাহ প্রদত্ত, হযরত মুহাম্মদ সা: প্রদর্শিত নিয়ম গুলো, শিখে, জেনে, মনেপ্রাণে বিশ্বাস করে তা পালনের মাধ্যমে নিজেকে আল্লাহর নিকট আত্ম সমর্পণ করে তারাই মুসলমান। আর এই জীবন বিধান পুঙ্খানুপুঙ্খ রুপে মানার মাধ্যমেই একজন মানুষ মুমিন হয়, আর এই মুমিনের জীবন ব্যবস্থার নামই হল ইসলাম ধর্ম।
এই জীবন বিধান দোলনা হতে করব পর্যন্ত সব বিষয়েরই সর্বোত্তম সমাধান রয়েছে। এই জীবন বিধান সম্পূর্ণ রুপে মানলেই একজন মানুষ ইসলামে প্রবেশ করে। ইসলামে আংশিক ভাবে প্রবেশের কোন নিয়ম নাই। আংশিক ভাবে যারা ইসলাম পালন করবে তাদের বিষয়েও ইসলাম মুনাফেক বিধিমালা জারি করে রেখেছে। অর্থাদ কেউ যদি জীবনে কিছু অংশ ইসলাম মতে চলে আর কিছু অংশ কুফুরী মতে চলে তাকে মুসলমান বলে না, আর তার ধর্মকে ইসলাম বলে না।
এখন আসুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হজ্ব করে, যাকাত দেয়, করো হক্ব মারে না, মা বাবার হক্ব আদায় করে, প্রতিবেশীর হক্ব আদায় করে ইসলামি বিধান মতে, কিন্তু সমাজ, রাষ্ট্র ব্যবস্থা ও অর্থ ব্যবস্থা কুফরি ও মানব সৃষ্ট নিয়মে চলে সে কি কখনোই মুসলমান হবে? কখনোই না, কেননা আল্লাহ বলেই দিয়েছেন যে যারা কোরআনের বিধানের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে?
অতএব, যারা ইসলামকে জীবনে ধর্ম হিসাবে নিয়ে মুসলমান দাবী করেন, অথচ সমাজ, রাষ্ট্র, অর্থ ব্যবস্থা ও বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী করতে রাজী নয় তারা কোন ভাবেই প্রকৃত মুসলমান নয়। যারা জীবনের বেশীরভাগ কাজ কর্ম ইসলামের নীতিতে করেও সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও অর্থ ব্যবস্থা ইসলাম অনুযায়ী করেন না, তাদের ধর্ম ইসলাম নয়, তারা মুমিনও নয়, বরং তারা ইসলামের সাথে উপহাস কারী মাত্র।
ডা.বশির আহামদ, চিকিৎসক, জার্নালিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ