জামায়াতে ইসলামী দলীয় সংবিধানের মারাত্মক পরিবর্তন, রোকনরা কি জানে?
যারা রাজনৈতিক দল গঠন করে তাদের একটা উদ্দেশ্য ও লক্ষ্য থাকে। দলের কর্মীরা সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য ময়দানে কাজ করে। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা কাল থেকে তাদের উদ্দেশ্য ও লক্ষ্য ছিলো " আল্লাহ প্রদত্ত ও রাসুল সা প্রদর্শিত জীবন ব্যবস্হার বাস্তবায়ন "। সংক্ষেপে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আইন চালু করা। সেই হিসাবে জামায়াতে ইসলামী একটি গন মানুষের ইসলামী দল।
কিন্তু বর্তমানে তারা তাদের দলের গঠন তন্ত্র সংশোধন করে উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করেছে এভাবে,
" ধারা-৩
বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গনতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা ""
(গঠনতন্ত্র, ২২তম সংশোধনী, সেপ্টেম্বর ২০১৯, ৮১ তম মুদ্রণ, জুন ২০২০)।
এখানে ইসলামের আইনের কথা বাদ দেওয়া হয়েছে।
★এই সংবিধান পরিবর্তনের ঘটনা কি সকল জন শক্তি জানে?
★এই সংবিধানের ধারা পরিবর্তনের পূর্বে কি সকল স্তরের জনশক্তি কিংবা নূন্যতম সকল রোকনদের সাথে আলোচনা করে সর্ব সম্মতি ক্রমে করা হয়েছে?
★সকল রোকনরা কি এই নতুন ধারা পরিবর্তনে সন্তুষ্ট?
★নতুন ধারার মানেটা কি এটা সকল জনশক্তি কি জানে? সবাই বুঝেন?
★তাহলে কি আওয়ামী লীগ, বিএনপি সহ সাধারণ রাজনৈতিক দলগুলোর মতো জামায়াতে ইসলামী গতানুগতিক দল হয়ে গেল না!? কেননা আওয়ামী লীগ বলে " সোনার বাংলা ", বি এন পি বলে " স্বনির্ভর বাংলাদেশ " আর জামায়াতে ইসলামী বলছে " ইনসাফ বা কল্যান রাষ্ট্রের " কথা। ইসলামী রাষ্ট্রের কথা নেই কেনো?
আমাকে গালিগালাজ না করে যাঁরা রাষ্ট্র বিজ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে উল্লেখিত পরিভাষার ক্ষেত্রে বৈশিষ্ট্য গত কোন পার্থক্য আছে কিনা? সেই সাথে যারা বাংলা ভাষা বিশেষজ্ঞ তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন। আবার অনেক রাজনৈতিক দলের নেতার মুখেও শোনা যায় যে, আওয়ামী লীগ, বি এন, পি, জামায়াত একই লক্ষ্যে কাজ করছে।
★তাহলে জামায়াত ইসলামী ইসলাম প্রতিষ্ঠায় কিভাবে নিজেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োজিত করবে?
★এই আত্মঘাতী সিদ্ধান্তটা(আমার কাছে আত্মঘাতী মনে হয়েছে আপনাদের কাছে মনে নাও হতে পারে) কি দলে ঘাপটিমারা আহলেহাদিস ও জাল সালাফি শফিকুর,সেলিম, শিমুল সরকার ও রেজাউলদের গুটিচালের ফল?
★জামায়াত যদি এমন লক্ষেই কাজ করে তাইলে মুসলিম লীগের সাথে তাদের মৌলিক পার্থক্য কি?
হয়তো কেউ কেউ বলতে বলবে যে দলের নামে তো ইসলাম আছে। মুসলীম লীগের নামেও মুসলিম শব্দ আছে কিন্তু চুড়ান্ত ফলাফল হলো আওয়ামিলীগ।
আবার কেউ কেউ বলেন নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনায় জামায়াত এটা করছে! যদি তাই হয় তাহলে আপনারা জিহাদ করবেন কিভাবে! আগেই তো রণে ভঙ্গ দিলেন! আর কমিশন যে এমনটা বলেছে তার কোন প্রমাণ আছে?
আরো বহু প্রশ্নে উত্তর হয়ত জাতির সামনে দিতে হবে আপনাদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ