আহলে কোরআন আর আহলে হাদিস একই গাছের দুটি ফল,মুদ্রার এপিঠ-ওপিঠ মাত্র
গত কয়েক দিন আগে আমাদের একদল যুবক কথিত আহলে কুরআন (হাদিস অস্বীকারকারী) দের একটি গ্রুপে জয়েন করি ৷ মুলত তাদের কান্ডকারখানা দেখার জন্য কৌতুহল বশত জয়েন করি ৷ তো তাদের বিভিন্ন পোস্ট ও কমেন্ট পড়ে একটা বিষয় বড় আশ্চর্য লাগল যে, যে সমস্ত যুক্তি দিয়ে আহলে হাদিসরা মাযহাব মানেনা মাযহাবের বিরোধিতা করে ৷ হুবুহু একই যুক্তি বা কাছাকাছি যুক্তি দিয়ে এই কথিত আহলে কুরআনরা হাদিস মানেনা হাদিস অস্বীকার করে ৷ উভয় গ্রুপের যুক্তি প্রায় সেম ৷ আহলে হাদিসদের যুক্তি কুরআন হাদিস থাকতে মানুষের বানানো মাযহাব মানব কেন ? অনুরূপ আহলে কুরআনদের কথা আল্লাহর কুরআন থাকতে মানব রচিত হাদিস মানব কেন ?
আহলে হাদিসদের দাবি রাসুলের (সাঃ) ইন্তেকালের তিন চারশ বছর পর মাযহাব বানানো হয়েছে ৷ একইভাবে আহলে কুরআনরা বলে রাসুলের (সাঃ) ইন্তেকালের দুইশ বছর পর হাদিসের কিতাব লেখা হয়েছে ৷ আহলে হাদিসরা বলে হাদিসের বিপরিদে ইমামদের মতকে দেয়ালে ছুড়ে মার ৷ তেমনি আহলে কুরআনরা বলে কুরআনের বিপরিদে হাদিসকে ডাস্টবিনে ছুড়ে মার (নাউজুবিল্লাহ)৷
এক কথায় আহলে হাদিসরা এসে যে পদ্ধতীতে মুসলমানদেরকে ফকিহ ইমাম ও মাযহাবের ব্যাপারে বীতশ্রদ্ধ করছেতে হুবুহু একই পদ্ধতীতে মুনকিরিনে হাদিসরাও হাদিস ও মুহাদ্দিসদের ব্যাপারে মানুষকে বীতশ্রদ্ধ করতেছে ৷ অনেকটা ব্যাঙ্গের জীবনচক্রের মত প্রথমে মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হচ্ছে এরপর হাদিস ত্যাগ করে আহলে কুরআন হচ্ছে, বাদবাকি এখন কুরআন ত্যাগ করে নাস্তিক হওয়াটা বাকি আছে।
লেখক:চিকিৎসক, জার্নালিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ