expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wikipedia

সার্চ ফলাফল

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

জুলাই বিপ্লবের মিডিয়ার মহা নায়কদের অবদান ভুলে গেলে হবে না

 রক্তাক্ত জুলাই-আগস্ট বিপ্লবে মিডিয়ার মহানায়কদের অবদান ভুলবার নয়,জনগন একপক্ষ নিতে পারি না

জুলাই বিপ্লব



রক্তাক্ত জুলাই-আগস্ট অভ্যূত্থানে ছাত্র জনতার অবদান সবচেয়ে বেশী, শুধু বেশিই নয়, একক ভাবেই তারা দাবী করতে পারে। তবে এই আন্দোলনের প্রেক্ষাপট একদিন, এক সপ্তাহ কিংবা কয়েক মাসে তৈরী হয় নি, বরং এই আবহ তৈরী হতে সময় লেগেছে প্রায় এক যুগেরও বেশী। এই এক যুগে দেশের জন্য অফলাইন, অনলাইনে বহু মায়ের সন্তান কাজ করেই পরিস্থিতি শেখ হাসিনার পদত্যাগের দাবীতে রুপান্তর করেছে।

এই মহা বিপ্লব একটু একটু করে জনমনে পুঞ্জিভুত ক্ষোভের ফল। এই ক্ষোভ যশোহরের এমপি রানার গুলিতে গর্ভবতী মায়ের পেটের শিশু হত্যা,সীমান্তে ফেলানীর লাশ সহ হাজারো বাংলাদেশীর রক্তের জমাট বাঁধা দু:খ,হাজারো আলেমের উপর অকথ্য নির্যাতন,শত শত নির্দোষ আলেমের ফাঁসির দড়িতে অন্যায় ভাবে হত্যা, হাজারো মায়ে সন্তানের গুম,বিডিআর হত্যাজান্ড,বিগত স্বৈরাচারী সরকারের ভারতের দসত্ব গ্রহন, ৫ মে এর আলেম হত্যা, ২০১৮ সালে৷ কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হেলমেট বাহিনীর আঘাত ও সর্বশেষে ২০২৪ সালে আমাদের ছাত্র জনতাকে নির্মম হত্যাকান্ডই এই মহা বিপ্লবকে সফলতার এনে দিয়েছে।

কিন্ত বার বার হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হলেও ২৪ বিপ্লবের আগে কোনো আন্দোলন ব্যতিত কেনটাই সফল হয় নি। আগের ব্যর্থ আন্দোলন গুলোর স্পীরিট ও মনোবল জিইয়ে রেখে ছিলো যারা তাঁদের অবদান আমরা ভুলে গেলে হবে না, বরং বিপ্লবের আসল অর্জন হাত ছাড়া হবে। তারা কারা জানেন? তারা হলো দেশে-বিদেশে থাকা আমাদের অনলাইন এক্টিভিস্টরা। এরা যদি কাজ না করতো, হাসিনার অপকর্ম ও অপরাধ দেশে ও বিদেশের মাটিতে প্রচার না করতো তাইলে আমার মনে হয় ১৭০০ শহীদ নয় তার চেয়ে সহস্র গুন শহীদ হলেও হাসিনা টিকে যেতো।১৮ জুলাই ইন্টারনেট বন্ধের পরও তারাই আন্তর্জাতিক মিডিয়ায় এদেশে ছাত্র গনহত্যার খবর গুলো দিয়েছে, এদেশের মূল মিডিয়া গুলা তখন গোলামে পরিনত হয়ে ছিলো। আজ এই অনলাইন এক্টিভিস্টদের কয়েকজনের নাম এখানে দেবো। মনে রাখতে হবে যাদের নাম এখানে লিখবো তারা দুধে ধেয়া তুলসীপাতার মত পবিত্র নয়, কিন্তু জুলাই-আগস্ট বিপ্লব ও হাসিনা বিরোধী লড়াইয়ে তাদের অবদান অপরিসীম ও অনস্বীকার্য। 

তারা হলেন:
★পিনাকী ভট্টাচার্য (সবচাইতে সরব ও বজ্র কঠিন অনলাইন এক্টিভিস্ট)
★ডাঃ জাহেদুর রহমান (জাহেদ’স টেক, অসাধারণ যুক্তিসঙ্গত মানুষ)
★মুশফিক ফজল আনসারী (হোয়াইট হাউজে বিশেষ প্রতিনিধি)
★প্রফেসর আসিফ নজরুল 
★বাংলা ইনফোটিউব (সাহেদ আলম)
★ফেইস দ্যা পিপল এর ডঃ কনক সারোয়ার (ব্রেইভ হার্ট)
★গোলাম মুর্তজা (সাংবাদিক)
★নুরুল কবির (সাংবাদিক)
★ভয়েস বাংলা (মোস্তফা ফিরোজ)
ইলিয়াস হোসাইন ( প্রচারে বাপকেও ছাড়মদেয় না)
★ আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান (মজলুম সাংবাদিক)
★ নাগরিক টিভির নাজমুস সাকীব (ইউটিউব চ্যানেল, বাংলাদেশের টিভিরটা না)
★জুলকারনায়ের স্যামি (আল জাজিরা)
★তাসনিম খলিল (নেত্র নিউজ)
★ফাহাম আব্দুস সালাম 
★সাকিব আলী (সাবেক কূটনীতিক)
★ মাসুদ কামাল (সাংবাদিক)
★মো : রহমান মাসুম 
★লতিফুল ইসলাম শিবলী 
★ ইউএসএ কসবা টিভি
★মাসকাওয়াথ আহসান 
★সাইয়েদ আবদুল্লাহ 
★মনির হায়দার 
★আলোকচিত্রী শহিদুল আলম 
★আলী রিয়াজ
★জিয়া হাসান
★ খোমেনী এহসান( দূরদর্শী ও বিচক্ষন)সহ আরো অনেকে।

এতো বছর ধরে এই ব্যক্তি/প্রতিষ্ঠান গুলো মানুষের মনে দ্রোহর শিখা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আশাটা জাগিয়ে রেখেছিলেন ।তাঁদেরকে ধন্যবাদ।  পরের পর্বে কোনো এক সময়ে তাদের কয়েক জনের নির্দিষ্ট অবদান ও দোষ গুন নিয়ে আলোচনা করবো কিন্তু তাদের অবদান স্বীকার না করলে ভবিষ্যতে পুনরায় যদি জাতির কোনো সংকটময় সময় আসে তাইলে কেউ আর আমাদের পাশে দাঁড়াবে না।তাই তাদেরকে মন খোলে আলোচনার সুযোগ দিতে হবে।

আজ একটু বেলে নেই। সাংবাদিক ইলিয়াস,পিনাকী ও ড.নজরুল ইসলাম হলো জুলাই-আগস্ট বিপ্লবের সহকর্মী। এখন যদি ইলিয়াস ও পিনাকীরা ড.নজরুলের কোনো দোষ দেখে তাইলে কি অন্যায়টাকে সাপোর্ট দিতে হবে? কখনোই না। ড.আসিফ নজরুল সাহেবকে বার বার বলা হয়েছিলো যে অন্তত মোস্তফা সারোয়ার ফারুকীর মত একজন দুশ্চরিত্র, বিকৃত চিন্তার, স*ম*কামীতা প্রচারককে যেনো উপদেষ্টা নিয়োগ না দেওয়া হয়। যদি দেওয়া হয় তাইলে ড.আসিফ নজরুলকে তুলা ধূনা করা হবে। আসিফ নজরুল সহকর্মীদের পরামর্শ উপেক্ষা করে বিতর্কীত ফারুকীকেই উপদেষ্টা নিয়োগ দিলো, ফলশ্রুতিতে যা হওয়ার তাই হলো, আসিফ নজরুলের প্যান্ট নিয়ে টানাটানি।  তো এখন আমরা জনতা কারো পক্ষ না নিয়ে সত্যের পক্ষে থাকাই উচিত।আমরা সকল পক্ষকেই দেশের স্বার্থে এক হতে বলা ছাড়া আর কি করতে বলতে পারি? তবে তদদপর কারো উপর জুলুম হলে তো আর ছাড় দেবো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্যের জন্য ধন্যবাদ

দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে!

  দলিল প্রমাণসহ রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো, কষ্ট করে পড়ুন—কত জঘন্য ব্যক্তি ছিল সে! এক.   শুনতে খারাপ শোনালেও এটা সত্য, রবীন্দ্রনাথের...