একটি বাঁদর ও দরবেশের শিক্ষনীয় গল্প
বহু বছর পূর্বে এক দেশে এক নির্জন জায়গায় এক দরবেশ থাকত। আর আশে পাশের দশ গ্রামের শত শত লেক প্রতিদিন দীক্ষা নিতে আসত এই দরবেশের কাছে। দরবেশের মানবতা ও শিক্ষার সুনাম দিন দিন দেশ দেশান্তরে ছড়াতে লাগল। দরবেশ সব সময় হাতে একটা বেত রাখত।
দরবের শখ করে একটা বাঁদর পালত আর সেই বাঁদরটিকে দরবেশের জন্য ভক্তদের নিয়ে আসা ভাল ভাল খাবার তিন বেলা সমান ভাবে করে পরম যতনে বাঁদরটিকে খেতে দিত। কিন্তু খাওয়ানোর পর প্রতি বেলায়ই দরবেশ বাঁদরটিকে হাতে থাকা বেতটি দিয়ে তু্নিটি করে বাড়ি দিত মানে বেত্রঘাত করত। এটা দেখে অনেকেই খুব মন খারাপ করত।
একদিন এক সারগেদ সাহস করে দরবেশকে জিজ্ঞপস করল যে, হুজুর এত আদর করে বাঁদরটিকে খাওয়ানোর পর কেন এত নিষ্ঠুর ভাবে মারেন কেন একটু বলবেন? প্রতিদিন এটা দেখে আমাদের খুব মন খারাপ লাগে।
এ কথা শোনে দরবেশ চুপ করে রইলো, কিছু বল্লেন না। পরের দিন থেকে খাবার দিয়ে দরবেশ বাঁদরটিকে আর মারল না। এভাবে কিছুদিন চলার পর বাঁদরটি খাবার পর দরবেশেরে কাছে গা ঘেঁষে বসে শুরু করল।
তারও সপ্তাহ খানেক পর বাঁদরটি খাবার পর দরবেশের কোলে বসতে শুরু করল। তারও এক সপ্তাহ পর বাঁদরটি হুজুরের মাথায় উঠে বসতে শুরু করল, দরবেশ কিছু বলত না, সবাই ব্যাপারটি খেয়াল করল।
একদিন দরবেশ বাঁদরটিকে খাওয়ানোর পর অনেক ভক্ত নিয়ে একটি গুরুত্বপূর্ন বিষয়ে কথা বলছিল, তখনি বাঁদরটি দরবেশের ঘাড়ে যথারীতি চড়ে বসল এবং ঘাড়ে বসে দরবেশের নাকে মুখে খামচি দিতে লাগল এমন ভাবে যেন দরবেশ খুবই বিরক্ত হল এবং বার বার বাঁদরটিকে মাটিতে নামিয়ে দিচ্ছিল আর বাঁদরটি আবার ঘাড়ে চড়ে বসে আবার বাঁদরামী শুরু করছিল।
এক পর্যায় এমন ভাবে দরবেশকে বাঁদরটি দরবেকে বিরক্ত করতে লাগল দরবেশ আর কথাই বলতে পারছিল না। তখন দরবেশ বিরক্ত হয়ে বাঁদরটিকে মাটিতে নামিয়ে হাতে থাকা বেতটি দিয়ে বাঁদরটিকে আচ্ছা করে কষে তিনটি বেত্রাঘাত করল। বাঁদরটি বেতে আঘাত পেয়ে চুপ চাপ পাশে বসে রইলো। তখন ভক্তরা বুঝতে পারল দরবেশ কেন বাঁদরটিকে প্রতিদিন খাবার দিয়ে পরে আবার মারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ