নিজের পায়ে কুড়াল মারছে নাতো বিএনপি?
আমার আজকের পোস্টটা হয়ত অনেকেই পড়বেন না, বা পড়লেও এর সারমর্ম উপলব্ধি করার চেষ্টা করবেন না, কিন্তু আমার এই পোষ্ট একদিন ইতিহাস হয়ে দাঁড়াবে।
গত ৫ ডিসেম্বর ২৪ ছাত্র দল একটা বৈঠক করলো। ছাত্রদল ঐ দিন ৩০টা ছাত্র সংগঠন নিয়ে বৈঠক করেলো। দুই সংগঠন দাওয়াত পায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্রশিবির!
কিন্তু কেনো? এটা দিয়ে ছাত্র দল কি বার্তা দিলো জাতিকে? ছাত্রদল কি ২০২৪ আন্দোলন ধারন করছে না? তারা আবার নোটিশ জারিও করেছে যে ছাত্রদলের কেউ ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈঠকে যেনো না যায়।
তারা ২৪ আন্দোলনের স্পিরিট বাদ দিয়ে কি করতে চাচ্ছে? জাতির সামনে ছাত্রদল যে প্রশ্নের সম্মুখীন হবে তার মোকাবেলা কিভাবে করবে? কেননা, বর্তমান বাংলাদেশীদের মুক্তি ও স্বাধীনতার চেতনাই তো ২০২৪ বিপ্লব? তাইলে কি বিপ্লব পরবর্তীতে ছাত্রদল বিপ্লবী চেতনা ধারন করে না?
বাংলাদেশের মানুষের সামনে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি কি নিয়ে ভোট চাইবে? যদি ২৪ বিপ্লবের চেতনা ছাত্রদল অস্বীকার করে বা পাশ কাটিয়ে যায় তাইলে কোন আদর্শ নিয়ে আর কিসের স্বপ্ন দেখিয়ে মানুষের রায় আশা করবে? নাকি মূল বিএনপি আর ছাত্রদলের আদশ আলাদা হয়ে গেছে? ছাত্রদল কি এখন বিএনপির নিয়ন্ত্রনে নাই? নাকি বর্তমান ছাত্রদলের আদর্শ ও কর্ম প্রক্রিয়াই বিএনপির কর্ম প্রক্রিয়া।নাকি জনগনের পালস্ বুঝতে অক্ষম বিএনপি ও ছাত্রদল?হাসিনাও কিন্তু ছেলেদের পালস্ বুঝতে অক্ষমতার কারনেই পালাতে হয়েছে।
নিজের পায়ে কুড়াল মারছে না তো বিএনপি ও ছাত্রদল? বুঝতে হলে আমরা আরো অপেক্ষা করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ