মুরগী কবিরের মুরগী নামা
মুরগী নামা-১:
"শাহরিয়ারকে আমি ছেলের মতো স্নেহ করি, আমরা একসঙ্গে বহুদিন কাজ করেছি, বিশেষ করে '৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটিতে। কিন্তু যখনই জানতে চেয়েছি সে কোথায় যুদ্ধ করেছে, তখনই সে নিশ্চুপ থেকেছে, কোনো দিন সদুত্তর দেয়নি ৷৷”
- কর্ণেল (অব:) কাজী নুর-উজ্জামান / ৭ নং সেক্টর কমান্ডার
মুরগী নামা-২:
"ওরা প্রায় সকলেই একসাথে বলে উঠল, ‘আপা, আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধ করেছি, শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ করেননি। তাই আমাদের সেন্টিমেন্ট তিনি বুঝতে পারছেন না।' একজন বলল, ‘উনি আমাদের চরিত্রহীন বানাতে চান, মনে করেন উনার চরিত্র সম্পর্কে আমরা কেউ কিছুই জানি না? জানেন, ৭১ সালে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, উনি তখন দখলদার পাকিস্তান সেনাবাহিনীতে মুরগি সাপ্লাইয়ের কাজ করেছেন।
আমি তাকে ধমক দিয়ে থামিয়ে দিলাম। চুপ করো, আমি কারো অতীত শুনতে চাই না। তোমরা যদি তার সম্পর্কে এত কিছুই জেনে থাক, তাহলে তাকে তোমরা অনুরোধ করে কমিটিতে এনেছিলে কেন? আর আমাকেই বা কেন এনেছিলে?”
— বেগম মুশতারী শফী / চিঠি : জাহানারা ইমামকে (একটি অসমাপ্ত সামাজিক আন্দোলন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ