"দেওবন্দী ও চরমোনাই পন্থি কওমীরা যে ভাবে ভিন্ন মতের আলেমদের নামে কুৎসা রটায়"
দেওবন্দী ও চরমোনাই পন্থি কওমীরা যখন দেখে কোন আলেম তাদের মন মত নয় কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়নে অন্তরায় তখনই ঐ আলেম যতই হাক্বানী, সত্যবাদী ও জ্ঞানী হউকনা কেন তাকে ভিলেন বানিয়ে ছাড়বেই।
নিজেদের বিশ্বাস যোগ্য করা ও মুরীদ বাড়ানোর জন্য তারা কতগুলো ঠাহা মিথ্যার আশ্রয় নেয়।
যেমন-
১।দেওবন্দের প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবী নাকী হযরত আবু বকর(রাঃ) এর বংশধর অথচ এর একটি নির্ভর যোগ্য প্রমান আজও দেখাতে পারেন নি।
২। দেওবন্দের মাদরাসার নকশা নাকী হযরত মুহাম্মদ(সাঃ) স্বপ্ন যোগে নানুতুবী সাহেবকে দেখিয়েছে!!!
এ কথাও কোন সুস্থ মানুষ বিশ্বাস করতে হবে?
৩।তর্কের খাতিরেও উপরের কথা বিশ্বাস করলেও হযরত মুহাম্মদ(সাঃ) কি এ কথা তাকে স্বপ্নে বলতে পারে নি যে নানুতুবীর তাহীরুন্ন্যাস বই ভন্ড নবী কাদিয়ানী বদ*মাই*শের নবুওতের স্বীকৃতি দিবে যার দোহাই দিয়ে কাদিয়ানী তার নবূয়ত দাবী সত্য প্রমান করেছে। (বিস্তাবিত আগে দিয়েছি)।
৪। এক বইয়ে নানুতুবী দাবী করেছে স্বপ্ন যোগে(আগের পর্বে দেয়া আছে) নবী কারীম (সাঃ) নানুতুনীর কাছে উর্দূ শিখতে এসেছিল। আমার প্রশ্ন আল্লাহর নবী ওহী প্রাপ্ত, ওহীর জ্ঞানে পরিপূর্ন, তার পরও নানুতুবীর কাছে জ্ঞান নিতে আসছে কেন? নানুতুবী কি নবী করিম (সাঃ) এর চোয়েও জ্ঞানী? (নাউজু বিল্লাহ)।এসব যে মিথ্যা বানোয়াট এখন সবাই বুঝে।
৫। ওদের ছাত্রদের দেওবন্দের আলেম ছাড়া অন্য আলেমের লেখা বই পড়াকে নিষেধ করা হয়, কেন জানেন? অন্য বই পড়লে যদি তাদের নিকট সত্য প্রকাশ হয়ে যায় তাইলে তাদের ভন্ডামীর মুখোশ খুলে যাবে তাই েড়ে নওষেদ করা হয়।
৬।তাদের ছাত্রদের উস্তাদের ভুল ধরা হারাম, উস্তাদ যা বলে তাই মানতে হয়। আমার প্রশ্ন দেওবন্দের হুজুররা কি শরীয়তের ভিত্তি না ফেরেস্তা যে তারা ভুল করবে না বা তাদের ভুল ধরা যাবে না?
৭।উস্তাদের ভুল ধরা নিষেধ করলেও অন্যান্য ইসলামী স্কলারদের ভুল ধরার জন্য তাদের মাদরাসায় সিলেবাস তৈরী করে দেয়া হয় আর এতে তাদের ছাত্ররা আরো হিংসুটে ও গোমরাহ হয়।৷ তাদর মাদরাসায় ভ্রান্ত আকীদার নামে হিংসার প্রতিযোগতা৷ শেখানো হয়। আফতাব স্মরনিকা মামলা ও তার রায় প্রমান।
৮। তারা ডা. জাকির নায়েকের মত স্কলার কে ইহুদির দালাল বল্লেও চরমোনাইর মত ভন্ড, মিথ্যাবাদী, হিংসুটে ও কিচ্ছা বাবারা তাদেরই প্রোডাক্ট।
৯। ড. মিজানের মত স্কলার তারা বানতে পারেনি আর পারবেও না কিন্তু হাফিজুর রহমানের মত বাটপার ও জেনাখোর তাদেরই সৃষ্টি।
১০। যে মওদূদীর কাদিয়ানির বিরোধিতার কারনে ফাঁসির রায় হয়েছিল কওমী পন্থি চরমোনাইরা তাকেই কাদিয়ানির ভাই বলছে, অথচ কাদিয়ানীর আদি পিতা কাশেম নানুতুবী।
তাদের আগা গোড়াই আজগুবী বানানো গল্প আর মূরীদ ব্যবসায় জড়িত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মন্তব্যের জন্য ধন্যবাদ